Mamata Banerjee: রাজ্যে জেলার সংখ্যা বাড়ছে? ২৩ থেকে বেড়ে হবে ৪৬টি !আমলাদের বৈঠকে মমতার মন্তব্যে জল্পনা

0
867

দেশের সময় ওয়েবডেস্কঃ নতুন টাউন হলের উদ্বোধনে মুখ্যমন্ত্রী দরাজ সার্টিফিকেট দিলেন আমলাদের।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগামীতে জেলা বাড়ানো হবে।’‌ ডব্লিউবিসিএস আধিকারিকদের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় মমতা ইঙ্গিত দিয়েছেন, জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে ৪৬ হতে পারে। জেলা বাড়ানোর কথা জানানোর পাশাপাশি ডব্লিউবিসিএস পদ বাড়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আইএএস অফিসারদের সঙ্গে ডব্লিউবিসিএস অফিসারদের ভাতায় আর পার্থক্য থাকবে না। 

মমতা বলেন,‘‘ উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টা থেকে ৪৬টা পর্যন্ত জেলা করার ইচ্ছা রয়েছে সরকারের। কিন্তু সম্ভব হচ্ছে না পর্যাপ্ত আধিকারিক না পাওয়ায়।’’

বৃহস্পতিবার টাউন হলে জোড়া কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। নবরূপে সজ্জিত টাউন হলের দ্বারোদ্ঘাটন এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় যোগদান।

এদিন রাজ্যের ডব্লিউবিসিএস ‌অফিসারদের জন্য ঘোষণা করলেন বিশেষ ভাতা। অনুষ্ঠান মঞ্চ থেকেই বিডিও, জেলাশাসকদের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে প্রশংসা করেন পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসকদের। মমতা বলেছেন, ‘‌কোভিড কাল থেকে ডব্লিউবিসিএস অফিসাররা খুব ভাল কাজ করেছেন। আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন।

এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘‘ বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর চাকরির শেষ প্রান্তে এসে আর বেতন বাড়ে না। সে ক্ষেত্রে কাজের মেয়াদ থাকলেও বেতন বাড়ে না। এই সব ক্ষেত্রে পৌঁছনো আমলাদের মাসে দশ হাজার টাকা করে ‘অ্যালাওয়েন্স’ দেওয়া হবে।’’

মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণা করছেন তখন ডব্লিউবিসিএস অফিসারদের করতালিতে কার্যত মুখরিত হয়েছে টাউন হল।

এছাড়া প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা করা হবে ডব্লিউবিসিএস অফিসারদের। আমলাদের জন্য একাধিক ঘোষণার মধ্যে এদিন কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, ‘‌কেন্দ্র প্রয়োজন মতো আইএএস দিচ্ছে না। রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। বঞ্চিত হচ্ছে বাংলা।’‌  

পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসারদের মনোবলও বাড়াতে চাইলেন মুখ্যমন্ত্রী। তাঁরা যাতে প্রশাসনিক কাঠামোর সুয়োরানি-দুয়োররানি উপাখ্যান বহমান না থাকে এবং বাংলার অফিসাররা কোনওমতেই যেন হীনমন্যতায় না ভোগেন।

Previous articleFire in plane: চিনের রানওয়েতে পিছলে গেল যাত্রি বোঝাই বিমান,দাউদাউ করে জ্বলতে শুরু করল মুহূর্তেই
Next articleMamata Letter: ‌‌‌আবাস যোজনায় বঞ্চিত বাংলা ,১০০ দিনের কাজের টাকা চেয়ে মোদীকে চিঠি মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here