Amit Shah: ২ দিনের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী, বনগাঁয় ভরত – বাংলাদেশ মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করলেন অমিত শাহ

0
795

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রায় এক বছর পর ফের বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’‌ দিনের সফরে রাজ্যে পৌঁছেই টুইট করলেন বাংলায়। লিখলেন, ‘‌দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছলাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি।’‌

দু’‌ দিনের সফরে বিএসএফ–এর একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা অমিত শাহর। এদিন দমদম বিমান বন্দরে শাহকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এর পরেই বিশেষ হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে গেলেন শাহ। হিঙ্গলগঞ্জে পৌঁছে বোট অ্যাম্বুলেন্স এবং বিএসএফ–এর ভাসমান আউটপোস্টের উদ্বোধনও করলেন অমিত। মোট ছ’‌টি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন। সেই উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে শাহ বলেন, এই আউটপোস্ট বসানোর ফলে অনুপ্রবেশকারীদের রোখা যাবে। চোরা কারবারীদের ধরা যাবে।

এর পর সীমান্তরক্ষীদের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বছরের পর বছর তারা স্থানীয়দের মানবাধিকার রক্ষা করছে। মুক্তিযুদ্ধের সময়েও এগিয়ে এসেছিল এই বিএসএফ বাহিনী। বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা করেছে। বিসএফ–র সদস্যদের উদ্দেশে শাহ, ‘আমি জানি যে সব সেনা জওয়ানরা সীমান্ত এলাকা পাহারার দায়িত্বে রয়েছেন, তাঁদের কাজ কতটা কঠিন। আপনাদের সব সময়ই সতর্ক থাকতে হয়।’ 

অমিত জানান, সীমান্ত সামলানোর দায়িত্বে থাকা সেনা সদস্যেরা যাতে কম সমস্যার মুখোমুখি হন, তা নিশ্চিত করেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই সচেষ্ট। তিনি সীমান্তরক্ষীদের সমস্ত সমস্যার কথাই জানেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিন বনগাঁয় ভরত–বাংলাদেশ মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাসও করেন অমিত শাহ। তিনি এও বলেন, যে সীমান্তরক্ষীদের ত্যাগ, সমস্যা বিষয়ে অবহিত প্রধানমন্ত্রী। সীমান্তরক্ষীর সমস্যা যাতে কমানো যায় তা তিনি নিশ্চিত করতে চান। তাঁর কথায়, ‘‌কঠিনতম পরিস্থিতিতে সীমান্ত রক্ষা করে চলেছে বিএসএফ’‌।

বনগাঁ পেট্রাপোল সীমান্তে এদিন উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটা বিধান সভার বিধায়ক সুব্রত ঠাকুর , বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া এবং বনগাঁ পৌরসভার কাউন্সিলর দেবদাস মন্ডল, প্রমুখ।

বনগাঁ পেট্রাপোল বর্ডারে ,প্রশাসনিক সভা উপলক্ষে,মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জির আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন আমাদের প্রানের দুই ঠাকুর, বনগাঁ লোকসভার সাংসদ এবং মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, গাইঘাটা বিধান সভার বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর মহাশয়, বনগাঁ উত্তর বিধান সভার বিধায়ক শ্রী অশোক কিত্তনীয়া মহাশয়। বনগাঁ পৌরসভার কাউন্সিল শ্রী দেবদাস মন্ডল, প্রমুখ।।

Previous articleSSC: ছয় বছর পর রাজ্যে স্কুল সার্ভিসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ! বিস্তারিত জানুন
Next articleRain Forecast: কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ দুই ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা হাওয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here