Andal: অণ্ডালে গোঁত্তা খাওয়া বিমানের ভিতরে এক সেবিকা হন্তদন্ত হয়ে ছোটাছুটি করছেন ভয়াবহ দৃশ্য, দেখুন ভিডিও

0
1129

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার মুম্বই থেকে কলকাতাগামী (ভায়া অণ্ডাল) বিমান মাঝ আকাশে প্রবল ঝড়ের কবলে পড়ে। অণ্ডাল বিমানবন্দরে গোঁত্তা খেয়ে ল্যান্ড করে স্পাইস জেটের যাত্রিবাহী বিমানটি। এয়ার টার্বুল্যান্সে বিমানের ভিতরে কী অবস্থা হয়েছিল তার ভয়াবহ ফুটেজ সামনে এল।

একটি ফুটেজে দেখা যাচ্ছে, স্পাইসজেটের বিমান সেবিকা হন্তদন্ত হয়ে বিমানের একদিক থেকে অন্যদিকে ছোটাছুটি করছেন। যাত্রীরাও আতঙ্কিত গলায় কথা বলছেন। মাঝ আকাশে ঝড়ের কবলে প্রবল ঝাঁকুনিতে ১৭ জন আহত হয়েছেন। এক মহিলার অবস্থা গুরুতর। জানা গিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে যাঁরা সিট বেল্ট বেঁধে ছিলেন না, তাঁরাই জখম হয়েছেন। কারও মাথা ফেটে গিয়েছে, কারও হাত ভেঙে গিয়েছে।

একাধিক যাত্রী বিমানের মধ্যে ভিডিও করে রাখেন। দেখা যাচ্ছে গোটা বিমানের মেঝে কার্যত লণ্ডভণ্ড। কফির গ্লাস, অন্যান্য সামগ্রী ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি সিটের মাথার দিকে এয়ার কন্ডিশেন মেশিনের যে বক্স থাকে সেটিও খুলে তার ঝুলছে। উপরের হ্যান্ড লাগেজ ক্যাবিনেটের ঢাকনা খুলে সেসব ছিটকে পড়েছে। আতঙ্কের ছবি ফুটে উঠেছে ভিডিওতে ৷

Previous articleDharmendra: শোলে’র বীরু অনুরাগীদের উদ্দেশে ভিডিও বার্তায় বললেন ‘বড় শিক্ষা পেলাম’! কেন এই মন্তব্য ধর্মেন্দ্রের
Next articleSatyajit Ray Birthday: ‘মহারাজা, তোমারে সেলাম’, ১০১তম জন্মবার্ষিকীতে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা টলিপাড়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here