Weather Update: কলকাতায় কালবৈশাখী,সন্ধে নামতেই ধুলোর ঝড়ে উত্তাল বনগাঁ শহর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিকে উপেক্ষা করে চলল গানের আসর

0
741

দেশের সময় : স্বস্তির কালবৈশাখী অবশেষে দেখা দিল কলকাতাকে ৷ শনিবার সন্ধ্যায় আচমকা ধুলোর ঝড়ে ঢাকল কলকাতার পাশাপাশি সীমান্ত শহর বনগাঁও । একাধিক এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টিও নেমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল কলকাতা ভিজবে আগামী ২ তারিখের পর। তবে তার আগেই স্বস্তি নামল শহরে।

এদিন সন্ধ্যা সাতটা নাগাদ শহরের একাধিক এলাকায় হাওয়া বদলের ছবি দেখা যায়। হঠাৎ ধুলো উড়তে শুরু করে। মাতাল হাওয়ার বেগ বাড়তে থাকে ক্রমশ। একটু পরেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জনও শোনা গেছে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল।

তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও ভ্যাপসা গরমই ছিলই। এই পরিস্থিতিতে সকলেই আবহাওয়ার পূর্বাভাসের দিকে চেয়ে ছিলেন। কখন বৃষ্টি নামবে, চাতকের মতো অপেক্ষায় ছিল শহর।

হাওয়া অফিস থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে আন্দামান সাগরের উপর জমাট বাঁধবে একটি ঘূর্নাবর্ত। তাঁকে কেন্দ্র করে তৈরি হবে নিম্নচাপও। তবে তার সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে।

মরসুমের প্রথম কালবৈশাখীর ছোঁয়ায় শহরজুড়ে খুশির হাওয়া। তবে বিপাকে পড়তে হয়েছে অফিস যাত্রীদের। এই অসময়ে পূর্বাভাস ছাড়া ঝড়বৃষ্টিতে অনেকেই সমস্যায় পড়েছেন।

শনিবার বনগাঁ উৎসব-এর শেষদিন ছিল ৷ মেলা প্রাঙ্গনে চলছিল গানের আসর ৷আচমকা ধুলোর ঝড়ে উত্তাল হয়ে ওঠে উৎসব প্রাঙ্গন থেকে গোটা শহর৷ বৃষ্টির হাত থেকে বাঁচতে শুরু হয় ছোটা ছুটি৷ বন্ধ হয়ে যায় মঞ্চের অনুষ্ঠান৷

যদিও ওই মঞ্চ থেকেই বনগাঁর পুর প্রধান মাইকে ঘোষণা করেন অনুষ্ঠান হবে টাউন লাইব্রেরী পার্শস্থ নীলদর্পণ প্রেক্ষাগৃহে। কিছু সময় পর বৃষ্টি কমতেই সেখানেই ফের শুরু হয়েছে বনগাঁ উৎসবের সমাপ্তি অনুষ্ঠান৷ এক মাস ধরে চলা এই অনুষ্ঠানে এদিন ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে অনুপমা দেশ পান্ডে ও জোজো-র মতো শিল্পীদের গান শুনতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷

হাওয়া অফিস আগেই জানিয়েছিল , শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে কলকাতা ও শহরতলিতে কালবৈশাখী হতে পারে।

৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার বেশ কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সেই মতো সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ কলকাতার বেশ কয়েকটি জায়গায় শুরু হয় ঝড়বৃষ্টি। দেখা মেলে প্রথম কালবৈশাখীর। আবহবিদেরা জানান, এখন যা ঝড়বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়, তা মূলত স্থানীয় মেঘ থেকেই।

আবহাওয়া দফতর জানান, উত্তর-পশ্চিম দিক থেকে ৬৪ কিলোমিটার বেগে কলকাতার উপর দিয়ে বয়ে গিয়েছে এই ঝড়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার ও মঙ্গলবারও কলকাতা ও শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Previous articleMamata-Modi meet: দিল্লিতে দেখা হল,প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর,কী কথা হল দু’জনের মধ্যে
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here