দেশের সময় ওয়েবডেস্কঃ দেশে কয়লার তীব্র সঙ্কট।
বিদ্যুৎ উৎপাদন ধাক্কা খেয়েছে। বহু উৎপাদন কেন্দ্রে কয়লার জোগান তলানিতে। বহু রাজ্যে চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। জরুরি পরিষেবা বন্ধ হতে বসেছে। এই পরিস্থিতিতে কয়লা পরিবহনে অগ্রাধিকার দিল ভারতীয় রেল। ৪২টি যাত্রীবাহী ট্রেন বাতিল করে কয়লার গাড়িকে রাস্তা করে দেওয়া হল।
রেলের তরফে জানানো হয়েছে, অনির্দিষ্ট কালের জন্য এই ৪২টি ট্রেন বাতিল করা হয়েছে। দেশে বিদ্যুৎ সঙ্কটের মোকাবিলার জন্যই এই পদক্ষেপ করা হল। যাতে দ্রুত গতিতে সময়ের মধ্যে তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লার পাঠানো যায়।
ভারতীয় রেলের একজিকিউটিভ ডিরেক্টর গৌরব কৃষ্ণ বনসল জানালেন, সাময়িকভাবে ট্রেনগুলো বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যাত্রীবাহী ট্রেন চালু করা হবে। এর আগে ছত্তিশগড়ের তিনটি ট্রেন বাতিল করা হয়েছিল। কিন্তু স্থানীয় সাংসদদের বিক্ষোভের কারণে ট্রেনগুলো চালু করতে বাধ্য হয়।
সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটি (সিইএ) জানাল, ১৬৫টি তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৫৬টিতে কয়লার সঞ্চয় ১০ শতাংশেরও কম। ২৬টিতে ৫ শতাংশেরও কম কয়লা মজুত রয়েছে। দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রে এক দিন উৎপাদনের মতোও কয়লা নেই। প্রসঙ্গত, আমাদের দেশে যত বিদ্যুৎ ব্যবহার হয়, তার ৭০ শতাংশই তাপবিদ্যুৎ যা কয়লা পুড়িয়ে তৈরি হয়।