PM Modi :৩৭০ রদের পর গণতন্ত্র মজবুত হয়েছে, কাশ্মীরে, ২০ হাজার কোটির প্রকল্প ঘোষণা মোদীর

0
577

দেশের সময় ওয়েবডেস্কঃ ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়েছে।

তিন বছর পর অবশেষে সেখানে বিধানসভা ভোটের দামামা বেজেছে। সব ঠিকঠাক চললে শিগগিরই হতে পারে ভোট। এই পরিস্থিতিতে সেখানে আজ পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার জম্মুর পাল্লি গ্রামে দাঁড়িয়ে তিনি যেন কল্পতরু। প্রথমেই বললেন, ‘‌আমি আজ উন্নয়নের বার্তা নিয়ে এসেছি।’‌ ঘোষণা করলেন একের পর এক প্রকল্প। 

যার মূল্য ২০ হাজার কোটি টাকা।  আজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। জম্মু পাল্লি গ্রামে দাঁড়িয়েই দেশের সব গ্রাম সভার উদ্দেশে বক্তব্য রাখলেন মোদী। বললেন, ‘‌এই অঞ্চল আমার কাছে নতুন নয়। আমিও এই অঞ্চলের কাছে নতুন নই।’‌ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আজ উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। শিগগিরই কাশ্মীরে ভোট হলে এদিনের সভা তাৎপর্যপূর্ণ তো বটেই।

সভায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রী পূর্বতন সরকারের সঙ্গে মোদী সরকারের তুলনা টানলেন। বললেন, ‘‌গত দু’‌–তিন বছরে জম্মু ও কাশ্মীর অনেক মাইলফলক ছুঁয়েছে। পূর্বতন সরকার এখানে কোনও প্রকল্প চালু করেনি। আমরা করে দেখিয়েছি।’‌ এখানেই থামেননি প্রধানমন্ত্রী। বলেন, ‘‌গত ছয় দশকে এখানে মাত্র ১৭ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। আর আমরা এর মধ্যেই ৩৮ হাজার কোটি টাকা খরচ করেছি।’‌

নাম না করলেও মোদি যে ন্যাশনাল কনফারেন্স এবং পিপল্‌স ডেমোক্র‌্যাটিক পার্টিকেই খোঁচা দিচ্ছেন, তা আর বলে দিতে হয় না। কংগ্রেস বা বিজেপি–র সঙ্গে জোট গড়ে এসব দল বরাবর ক্ষমতায় ছিল কাশ্মীরে। এবার তাদের দিকেই আঙুল তুললেন মোদী। ২০১৮ সালে বিজেপি আর মেহবুবা মুফতির পিডিপি–র জোট ভেঙে যায়।

সেই থেকে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি। তিন বছর আগে সেখানে ৩৭০ ধারা প্রত্যাহার হয়েছে। তার ফলে কী কী সুবিধা হয়েছে, এদিন তাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, ‘‌এই বছরের পঞ্চায়েতি রাজ দিবস জম্মু ও কাশ্মীরে পালিত হচ্ছে। যা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত করছে। এটা খুব গর্বের কথা, জম্মু ও কাশ্মীরের গণতন্ত্র তৃণমূলস্তরে পৌঁছে গিয়েছে, তাই আপনাদের সঙ্গে আমি এখানে কথা বলতে পারছি।’‌

তিনি আরও বলেন, ‘‌আজ রাজ্যে পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণ দেওয়া হচ্ছে, ন্যায়বিচার ও উন্নয়ন পাচ্ছেন তাঁরা। পঞ্চায়েতি ব্যবস্থা চালু করে এখানকার মানুষরা নিজেরাই নিজেদের ব্যবস্থা পরিচালনা করছেন এখন।’‌ এদিন প্রধানমন্ত্রী কিস্তওয়ারে দু’‌টি জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। একটি ৮৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। খরচ হবে ৫,৩০০ কোটি টাকা। দ্বিতীয়টি ৫৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে। খরচ হবে ৪,৫০০ কোটি টাকা। ৮.‌৪৫ কিলোমিটার দীর্ঘ বাণিহাল–কাজিগুন্দ সুড়ঙ্গ তৈরির প্রকল্পও ঘোষণা হয়েছে। খরচ পড়বে ৩,১০০ কোটি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ”আপনারা আমাকে দিল্লিতে সেবা করার সুযোগ দিয়েছেন। আইন প্রণোয়নের পর জম্মু ও কাশ্মীরের ক্ষমতায়ন হয়েছে। এখানে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে। পঞ্চায়েতগুলিতে তিরিশ হাজার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং তাঁরা জম্মু ও কাশ্মীরের ব্যবস্থা পরিচালনা করছেন। প্রথমবারের মতো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এখানে।”

উল্লেখ্য, রবিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে কেঁপে উঠেছিল উপত্যকা। প্রধানমন্ত্রীর সভাস্থলের মাত্র ১২ কিলোমিটার দূরে লালিয়ান অঞ্চলে একটি বিস্ফোরণের খবর মেলে। জানা যায়, লালিয়ান গ্রামের একটি চাষের জমিতে এই বিস্ফোরণটি ঘটে। যদিও স্থানীয় পুলিশের অনুমান ছিল, এটি বজ্রবিদ্যুতের শব্দও হয়ে থাকতে পারে। তবে প্রধানমন্ত্রীর জম্মু সফরের মাত্র কিছুক্ষণ আগে এই বিস্ফোরণের খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উপত্যকা জুড়ে। নিরাপত্তার ঘেরাটোপ আরও কয়েকগুণ আঁটোসাঁটো করা হয়।

Previous articleWeather Update : বৃষ্টি’র জন্য চাতক পাখির মত অপেক্ষা দক্ষিণবঙ্গের বাসিন্দারা! বৃষ্টি কবে?
Next articleWeather Update: আজ গরম থেকে সাবধান !৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতার তাপমাত্রা,বৃষ্টি কী হবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here