Covid: দিল্লিতে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ, বিনামূল্যে টিকার বুস্টার ডোজ দেবে কেজরি সরকার

0
392

দেশের সময় ওয়েবডেস্কঃ রীতিমতো লাফিয়ে বাড়ছে সংখ্যা। তাই আর চুপ করে বসতে রাজি নয় কেজরিওয়াল সরকার। ঘোষণা করল, এখন থেকে দিল্লির বাসিন্দাদের বিনামূল্যে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন ১৮ থেকে ৫৯ বছর বয়সিরা।

ষাটোর্ধ্বদের বছরের শুরু থেকেই দেওয়া হচ্ছিল বুস্টার ডোজ। যে কোনও সরকারি কেন্দ্রে বিনামূল্যে তাঁরা পাচ্ছিলেন সেই টিকা। এবার রাজধানীতে ১৮ থেকে ৬০ বছর বয়সিরাও এই সুবিধা পেলেন। সরকারের আশা, তাতে লাগাম পরানো যাবে সংক্রমণে।

দিল্লি স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ২১ এপ্রিল থেকেই পরিষেবা চালু হয়েছে। এই কারণে কেবলমাত্র দিল্লিবাসীদের জন্য কোউইন অ্যাপে প্রয়োজনীয় পরিবর্তনও করা হয়েছে। 

দেশে এখন সংক্রমণের শীর্ষে দিল্লি। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে, সেখানে নতুন আক্রান্ত ৯৬৫ জন। সংক্রমণের হার ৪.‌৭১ শতাংশ। মারা গিয়েছেন এক জন। বুধবার দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১০০৯ জন। সংক্রমণের হার ছিল ৫.‌৭ শতাংশ। ১০ ফেব্রুয়ারির পর এক দিনে এত জন আর আক্রান্ত হয়নি দিল্লিতে।

তার পরেই নড়েচড়ে বসে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। মাস্ক বাধ্যতামূলক করা হয়। না পরলে গুনতে হবে ৫০০ টাকা জরিমানা। এবার বুস্টার ডোজও ফ্রি করে দিল। এখন বেসরকারি কেন্দ্রে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন টিকার একটি ডোজের দাম ২২৫ টাকা। তার ওপর সর্বোচ্চ ১৫০ টাকা পরিষেবার জন্য ধার্য করতে পারে বেসরকারি হাসপাতাল। 

Previous articleGang rape: ক্যামেরার লোভ দেখিয়ে নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা,গাইঘাটায় ধৃত মহিলা-সহ তিন
Next articleWeather Update: আকাশের মুখভার !কখন নামবে বৃষ্টি?‌ জানুন আবহাওয়ার আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here