দেশের সময় ওয়েবডেস্কঃ নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিল উচ্চ আদালত ।
আদালতের নির্দেশ, ২০১৮ সালে যে “সাক্ষী নিরাপত্তা স্কীম”-এর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট অবিলম্বে তা কার্যকর করতে হবে পশ্চিমবঙ্গেও। আর যতদিন না তা হচ্ছে ততদিন রাজ্য সরকারকেই ওই পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । তাঁদের কিছু ক্ষতি হলে দায় নিতে হবে সরকারকে।
এখানেই শেষ নয়, হাইকোর্ট এদিন বলেছে, হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। তাঁরা যাতে মানসিকভাবে সুস্থ থাকেন সেদিকেও নজর রাখতে হবে।