Covid Update: ফের করোনা কাঁটা!চতুর্থ ঢেউ কি আসন্ন? শেষ ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২ হাজারের বেশি, মৃত ২১৪

0
513

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনার তৃতীয় ঢেউয়ের করোনা সংক্রমণ একেবারে নিয়ন্ত্রণে আসতেই এক মাস আগেই দেশে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময়ে আবারও চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি। বাড়ছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। বিশেষত দিল্লির পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পরিসংখ্যান বলছে, গত দুই সপ্তাহে রাজধানীতে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ। এর প্রভাব পড়ল দেশের কোভিড গ্রাফে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। যা গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ। মোট দৈনিক আক্রান্তের মধ্যে ৫১৭ জন আক্রান্ত শুধুমাত্র দিল্লিতেই। চিন্তা বাড়াচ্ছে করোনার সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪২ জন। দেশে বর্তমানে করোনা সংক্রমণের হার ০.৮৩ শতাংশ। 

দৈনিক সংক্রমণের থেকেও মৃত্যুহার দুশ্চিন্তার ভাঁজ ফেলল স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২১৪ জন। গতকাল যে সংখ্যা ছিল মাত্র ৪, তা কয়েক ঘণ্টার মধ্যে বেড়ে ২০০-র গণ্ডি ছাড়াল। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৯৬৫ জন। অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৮৫ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

Previous articleIchhamoti River : ইছামতি নদীর কচুরিপানা পরিষ্কার করতে বিশেষযন্ত্র কিনছে বনগাঁ পৌরসভা
Next articleBJP: কমেছে সাংসদের সংখ্যা , বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব!‌ জল মাপতে বাংলায় আসছেন অমিত শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here