Indigo Plane: ইন্ডিগোর বিমানে মাঝ আকাশে যাত্রীর মোবাইলে আগুন!

0
696

দেশের সময় ওয়েবডেস্কঃ মাঝ আকাশে উড়ন্ত প্লেনের মধ্যে হঠাৎ বিপত্তি। আচমকা আগুন ধরে গেল এক যাত্রীর মোবাইল ফোনে! ইন্ডিগোর একটি বিমানে এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন যাত্রীরা।

ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ওই বিমান। ইন্ডিগোর সেই ফ্লাইট ৬ই ২০৩৭-এ হঠাৎ দেখা যায় এক যাত্রীর মোবাইল ফোন জ্বলে উঠেছে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে তা থেকে। দেখেই সঙ্গে সঙ্গে ওই যাত্রীর কাছে ছুটে যান বিমান কর্মীরা। বিমানের অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে দ্রুত সেই আগুন নিভিয়ে দেন।

বিমান কর্মীদের তৎপরতার ফলেই এ যাত্রা বেঁচে যায় বিমানটি। একটু উনিশ-বিশ হলে, আগুন যদি কোনওভাবে অন্য কোথাও ছড়িয়ে পড়ত, তবে আকাশের মাঝেই বড়সড় বিপদে পড়তে হত ইন্ডিগোর বিমানটিকে। মোবাইলে আগুন লাগতে দেখে যাত্রীরাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

তবে এদিনের ঘটনায় তেমন কোনও বিপদ হয়নি। দ্রুত আগুন নিভিয়ে ফেলা গেছে। নির্বিঘ্নেই বিমানটি দিল্লিতে নেমেছে। পরে ইন্ডিগোর তরফে বিষয়টি জানানো হয়েছে একটি বিবৃতি দিয়ে। তাঁদের বিমানের ক্রু মেম্বারদের প্রশিক্ষণ উন্নত মানের, তাই বিপদ হয়নি, সেকথাই জানিয়েছে ইন্ডিগো। অবশ্য কেন কীভাবে মাঝ আকাশে ওই যাত্রীর ফোনে আগুন লেগে গেল তার সঠিক কারণ জানা যায়নি।

Previous articleপলাশ বনের কথা:শাশ্বতী চ্যাটার্জি
Next articlePoila Boisakh 2022: বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪২৯, আজ পয়লা বৈশাখ, রইল শুভেচ্ছা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here