দেশেরসময় ওয়েবডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায় স্বস্তি পেলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আপাতত তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে না।
এদিন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল শিল্পমন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। এসএসসি দুর্নীতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের গোয়েন্দারা। বিচারপতি এও বলে দেন, কোনওভাবেই এসএসকেএমে যেতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়।
এরপরই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান পার্থবাবুর আইনজীবী। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেয়।
ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছে সিঙ্গেল বেঞ্চ কখনও এমন নির্দেশ জারি করতেই পারে না। তাই সিবিআইয়ের কাছে হাজিরা সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি থাকবে আগামীকাল পর্যন্ত। ততক্ষণ সিবিআই সমস্ত তদন্তপ্রক্রিয়া থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছে আদালত।