দেশের সময় ওয়েবডেস্ক: চৈত্রের মাঝামাঝি।
বৈশাখ আসতে এখনও দিন পনেরো বাকি। কিন্তু তার আগেই এসে গিয়েছে তীব্র গরম। তাপপ্রবাহ। আপেক্ষিক আর্দ্রতার জেরে ক্রমেই বাড়ছে অস্বস্তি। এর মধ্যেই আকাশের দিকে তাকাতে শুরু করেছেন বঙ্গবাসী। যদি কোনও সুখবর থাকে!
কিন্তু সুখবর কিছু দিতে পারল না আবহাওয়া দপ্তর। অন্তত দক্ষিণবঙ্গের জন্য। তবে উত্তরে আজ হতে পারে বৃষ্টি। দক্ষিণের তিন জেলাও বঞ্চিত হবে না। দক্ষিণবঙ্গে অস্বস্তি ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবারই আবহাওয়া দপ্তর চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। সেগুলো হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। ওই চার জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করেছে।
এখনই স্বস্তির কোনও আশা নেই। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আর তাপপ্রবাহও হবে না রাজ্যের কোনও জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা তার থেকে একটু কমই। শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গ লাগোয়া তিন জেলা— বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আজ হতে পারে বৃষ্টি। তবে সামান্য। তাতে তাপমাত্রা খুব একটা কমবে না
উত্তরবঙ্গে আজ হতে পারে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত সেখানে উষ্ণতা খুব বাড়বে না। বৃহস্পতিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।
ঠান্ডার আকর্ষণে তাই অনেকেই ছুটছে পাহাড়ে। গত দু’দিন কলকাতার আবহাওয়া অসহ্য অন্তত ছিল না। বিকেলের পর থেকে ভালোই ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল শহরে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ থেকে অস্বস্তি বাড়বে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা বলছেন, এ সবে শুরু। কারণ ক্রমেই রাজ্যে তাপমাত্রার পারদ চড়বে। বিশেষত পশ্চিমাঞ্চলে। সেখানে দিনের তাপমাত্রা ৪৫–৪৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। ১৫ মে পর্যন্ত গোটা রাজ্যেই দারুণ বাড়বে তাপমাত্রা। এবার বৃষ্টিও আসবে দেরিতে৷