Imran Khan: ইমরানের বাড়িতে গেলেন পাক সেনাপ্রধান ও আইএসআই চিফ,ইস্তফার জল্পনা আরও বাড়ছে

0
780

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী রবিবার পাক পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে ভোটাভুটির কথা। কিন্তু তার আগেই একের পর এক সহযোগী প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের উপর থেকে প্রকাশ্যে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করছে। এই পরিস্থিতিতে ভোটাভুটির আগেই তিনি ইস্তফা দিতে পারেন বলে জল্পনা ক্রমশ বাড়ছে।

এই পরিস্থিতিতে বুধবার বিকেলে ইমরানের সঙ্গে পাক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার বৈঠকের পরে সেই জল্পনা আরও দৃঢ় হয়েছে। ইমরান বুধবার সহযোগী এবং দলীয় নেতাদের সঙ্গে আলোচনার পরে জাতির উদ্দেশে ভাষণে পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন বলে পাক সংবাদমাধ্যমের একটি সূত্রের দাবি। যদিও ইমরানের দফতর থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

পাকিস্তানের পালাবদলে অতীতে বার বার সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে সে দেশের সেনাবাহিনীকে। এ বার ইমরান খানের গদি যখন টলমল, তখন বুধবার বিকেলে পাক প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলেন সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া ও পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান নাদিম আহমেদ আনজুম।

মঙ্গলবার মধ্যরাত থেকে নাটকীয় ঘটনাপ্রবাহ চলছে ইসলামাবাদে। ইমরান খান সরকারের অন্যতম শরিক দল মুত্তাহিদা কাওমি মুভমেন্ট তথা এমকিউএম হাত মিলিয়ে ফেলে বিরোধীদের সঙ্গে। ঢাকঢোল পিটিয়ে বুধবার সকালে তা ঘোষণা করেছেন প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি।

এমকিউএমের এই আকস্মিক ডিগবাজিতে রীতিমতো টলমল অবস্থা ইমরান খানের গদির। পাক সংসদে ৩৪২ টি আসন রয়েছে। সরকার ধরে রাখা বা ইমরান সরকারকে ফেলে দেওয়ার জন্য ১৭২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেলেন বিলাবল ভুট্টো জারদারি। কারণ, বিরোধীদের কাছে এখন ১৭৭ জন সাংসদের সমর্থন রয়েছে।

সার্বিক এই পরিস্থিতিতে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ইমরান। তাঁর দাবি, বিদেশি শক্তির হাত রয়েছে এই ষড়যন্ত্রে। এই দাবির সপক্ষে একটি চিঠি ফাঁস করার হুমকিও দিচ্ছেন ইমরান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন তিনি।
তার ঠিক আগেই দেখা গেল, পাক সেনা প্রধান ও আইএসআই চিফ পৌঁছেছেন ইমরানের বাড়িতে।

অনেকের মতে, সেনা বাহিনী এ বার খুব একটা সুবিধা করতে পারবে না। কারণ, প্রধান বিরোধী দল পিপিপি-র সঙ্গে গরিষ্ঠ সংখ্যক সাংসদের সমর্থন রয়েছে। তাঁদের মতে, ইমরানের ইস্তফা দেওয়া ছাড়া উপায় নেই। যড়যন্ত্রের আষাঢ়ে গল্পে আর হয়তো চিড়ে ভিজবে না। এখন দেখার বুধবারই ইস্তফা দেন কিনা ইমরান খান।

Previous articleWeather Forecast: বাংলা জুড়ে তাপপ্রবাহ,বৃষ্টির সম্ভাবনা আছে কী? জানুন আপনার জেলায় আবহাওয়ার পূর্বাভাস
Next articleAmit Shah attacks TMC: ‘বিরোধীদের খুন করে রাজ্য শাসন করে না বিজেপি’,তৃণমূলকে নিশানা করে সংসদে বিস্ফোরক শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here