Whitechapel: লন্ডনের স্টেশনের নাম লেখা বাংলায়! ট্যুইটে উচ্ছ্বাস প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

0
552

দেশের সময় ওয়েবডেস্কঃ লন্ডন টিউব রেলওয়েতে স্বীকৃতি পেল বাংলা ভাষা । সেখানে একটি স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হয়েছে। বাংলা ভাষার এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এদিন ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”আমি গর্বিত যে লন্ডন টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে এবং সেই স্টেশনে সংকেতের জন্য বাংলা ভাষাকে বেছে নেওয়া হয়েছে। ১০০০ বছরের পুরনো আমাদের বাংলা ভাষা। আর এই ভাষার ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব ও শক্তি আমাদের ঐতিহ্যের জয়। এই ঘটনা দেখায়, প্রবাসীদের অভিন্ন সাংস্কৃতিক দিক নির্দেশনায় একসঙ্গে কাজ করে চলা উচিত। এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়।”

লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলা করা সেখানকার গণ পরিবহণের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা। গত বৃহস্পতিবার থেকে লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও শোভা পাচ্ছে। প্রসঙ্গত, যে এলাকায় স্টেশনের নাম বাংলায় রাখা হয়েছে, সেই এলাকাটি বাংলাভাষী অধ্যুষিত। ওই এলাকায় বাংলাদেশিরাই বেশি থাকেন।

লন্ডনের হোয়াইটচ্যাপেল অঞ্চলের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষই হল বাঙালি। ইংল্যান্ডের অধিকাংশ বাঙালিই থাকেন এই অঞ্চলে। এই অঞ্চলে বহু দোকানের নাম রয়েছে বাংলা ভাষায়। এই আবহে দীর্ঘদিন ধরেই দাবি ছিল হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম যাতে বাংলাতেও লেখা হয়। সেই দাবি মেনে নেওয়া হয়েছে শেষমেশ। বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলাতেও করে দিয়েছে লন্ডন প্রশাসন।

Previous articleনন্দীগ্রাম দিবসে একাধিক কর্মসূচি তৃণমূল-বিজেপির ,টুইটে শহিদদের শ্রদ্ধা মমতা-‌শুভেন্দুর
Next articleMUNICIPAL ELECTION: বনগাঁয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবেন? জল্পনায় গোপাল জ্যোৎস্না !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here