West Bengal Weather: ঝেঁপে আসছে বৃষ্টি,ভিজবে কোন কোন জেলা? হাওয়া অফিসের পূর্বাভাস কী বলছে

0
1047

দেশের সময় ওয়েবডেস্কঃ এবারের শীতে যেন বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। শীতের বিদায় বেলায় গত কয়েকদিন ধরেই রাজ্যে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছিল। 

বুধবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তা জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়ছে ক্রমশ ৷ আজ কলকাতায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আজও স্বাভাবিকের দু ডিগ্রি নীচে পারদ।

শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ। শনিবার আংশিক মেঘলা আকাশ। রবিবার পুরোপুরি মেঘলা আকাশ। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরের ওপরে রয়েছে উচ্চচাপ বলয়। আর এই জোড়া ফলায় বাংলায় নতুন করে বৃষ্টি সম্ভাবনা। 
 

এবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

হাওয়া অফিস জানিয়েছে, ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। ২০ থেকে দক্ষিণ বঙ্গের কোলকাতা, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে।

অর্থাৎ রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। ফলে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা বাড়বে। 

Previous articleমর্মান্তিক দুর্ঘটনা বিয়েবাড়িতে,কুয়োর স্ল্যাব ভেঙে হুড়মুড়িয়ে নীচে পড়লেন ১৩ জন মহিলা ও শিশু
Next articleBappi Lahiri: বিদায় ‘‌ডিস্কো কিং’‌!‌ মুম্বইয়ের পবন হংস শ্মশানে শেষকৃত্য, শ্রদ্ধা জানালেন অনুরাগীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here