দাবি তুলেছিলেন বিশ্বজিৎ, সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী, বাগদা ব্লক গ্রামীণ হাসপাতালে সিজার চালু , খুশি বাসিন্দারা

0
674

দেশের সময় , বাগদা: : দীর্ঘদিনের দাবি মেনে বাগদা ব্লক গ্রামীণ হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য চালু হলো সিজার ব্যবস্থা। বুধবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বিভাগটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন৷

এদিন উপস্থিত ছিলেন বাগদার বিএমওএইচ প্রণব মল্লিক৷ প্রণব বাবুর কথায়, এদিনই সংগীতা সর্দার নামে এক গৃহবধূর আস্ত্রোপচার করে পুত্র সন্তানের জন্ম হয়েছে৷ পরিষেবা চালু হওয়ায় খুশি বাগদাব্লকের মানুষ৷

গত বছর নভেম্বর মাসে মধ্যমগ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন৷ বিধায়ক মুখ্যমন্ত্রীকে জানান, হাসপাতালে সিজারের ব্যবস্থা করা দরকার ৷ মুখ্যমন্ত্রী আশ্বাস দেন ৷ এর পরেই হাসপাতালে সিজার চালু করার প্রক্রিয়া শুরু করে স্বাস্থ্য দফতর ও প্রশাসন৷

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে,সিজার ব্যবস্থা চালু করতে দুই বিশেষজ্ঞ এবং একজন অ্যানেস্থেটিস্ট নিযোগ করা হয়েছে৷ বিএমওএইচ প্রণব মল্লিক জানান, অপারেশন থিয়েটারে আলোর ঘাটতি ছিল৷ সেটা মিটেছে৷ এখন ৫০ কেবি একটি জেনারেটর প্রয়োজন ৷ বিশ্বজিৎ জানান, বিধায়ক তহবিলের টাকায় জেনারেটরের ব্যবস্থা করব৷ ভবিষ্যতে হাসপাতালটিকে ১০০ বেডের হাসপাতালে পরিণত করা হবে।

বাগদা বিধানসভা এলাকায় ২ লক্ষ ৭১ হাজার মানুষ বসবাস করেন। বাগদা ব্লক গ্রামীণ হাসপাতালে উপর নির্ভরশীল তাঁরা। যেকোন জটিল শারীরিক অসুবিধা হয় কিংবা প্রসূতি মায়েদের জরুরী প্রয়োজনে প্রায় ২৫ কিলোমিটার দূরের বনগাঁ মহাকুমা হাসপাতালে এতদিন যেতে হত। ফলে স্থানীয় মানুষের জন্য সার্জারি বিভাগ চালু হওয়ায় খুশি বাগদার বাসিন্দারা।

Previous articleMUNICIPAL ELECTION BANGAON 2022 : মধ্যরাতে ‘মতুয়াগড়’ বনগাঁয় বিজেপি প্রার্থীকে ব্যাপক ‘মারধর’!এলাকায় উত্তেজনা
Next articleMamata Banerjee: মতুয়াদের পাশে আছেন তিনিই, দাবি মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here