ISIS Chief: ‌নিজেকে উড়িয়ে দিল আইএস প্রধান, কী ভাবে আইএস প্রধানের ডেরায় অভিযান চালাল আমেরিকা সেনা জানুন

0
1069

দেশের সময় ওয়েবডেস্কঃ মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তারি এড়াতে পরিবার সহ নিজেকে শেষ করে দিল আইএস প্রধান আবু ইব্রাহিম আল–হাশিমি আল–কুরেশি।
আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সংবাদ সচিব জন কিরবি দাবি করেছেন, ‘সেনাবাহিনী বুধবার মধ্যরাতে উত্তর–পশ্চিম সিরিয়ায় ইদলিব প্রদেশে একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। জঙ্গি গোষ্ঠী আল কায়দার বিরুদ্ধে মূলত এই অভিযান চালানো হয়।

সেই অভিযানে নিহত হয়েছে আইএস প্রধান।’‌ জো বাইডেন জানিয়েছেন, অপারেশন শেষ করে সেনা নিরাপদে পৌঁছেছে। অভিযানের পর সিরিয়ার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, লড়াই শুরুর পর একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুরেশির পরিবারের ছ’জন শিশু ও চারজন মহিলা আছে।  ইরাকের নাগরিক আবু ইব্রাহিম আল–হাশিমি আল–কুরেশি সিরিয়া থেকে আইএসকে নেতৃত্ব দিচ্ছিলেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

২০১৯ সালের অক্টোবর মাসে সিরিয়ায় আমেরিকার অভিযানের সময় আইএস প্রধান আবু বকর আল–বাগদাদিও একইভাবে মারা গিয়েছিল। তারপরই নেতৃত্বে আসে ইব্রাহিম। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘‌আমাদের সেনা ওই জঙ্গি নেতাকে পাকড়াও করতে পৌঁছে গিয়েছিল। তখনই একেবারে কাপুরুষসুলভ এক কাণ্ড ঘটায় ওই নেতা।

নিজের পরিবারের প্রাণের মায়াও করেনি সে। নিজেকে উড়িয়ে দেয়। নিজের করা অপরাধের জন্য বিচারের মুখে পড়ার ভয় থেকেই ওই নেতা এমন কাজ করেছে। আর এই কাজ করার সময় নিজের পরিবারের কয়েকজনকেও সে সঙ্গে নিয়েছিল। যেমনটা তার পূর্বসূরীও করেছিল।’‌ জঙ্গিদের হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা তোমাদের ঠিক খুঁজে বের করবই। আমি মার্কিন নাগরিকদের জঙ্গি হামলা থেকে বাঁচাতে দৃঢ়প্রতিজ্ঞ। এবং নিজের দেশকে বাঁচাতে যা যা করার তা করব।’‌ ‌

কয়েক মাস ধরে ‘জিপিএস লোকেশন ট্র্যাক’ করে ধারাবাহিক নজরদারি, নিখুঁত পরিকল্পনা এবং চূড়ান্ত অপারেশনের আগে বার বার মহড়া। বুধবার মধ্যরাতে উত্তর-পশ্চিম সিরিয়ার অটমে শহরে আমেরিকা সেনার অভিযানে আইএস প্রধান আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশির মৃত্যুর ঘটনাকে সেই ‘প্রস্তুতির সাফল্য’ বলেই দাবি করেছে পেন্টাগন।

আমেরিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত তিন বছর ধরে পশ্চিম এশিয়া জুড়ে কুরেশির ঘুরছেন গুপ্তচর সংস্থা সিআইএ-র এজেন্টরা। ওই এলাকায় মোতায়েন ন্যাটো ফৌজের জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি ধারাবাহিক ভাবে প্রেসিডেন্ট বাইডেনকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সাফল্য পেলেন তাঁরা।

অটমের সিন্ডার ব্লক আবাসন থেকে ছ’হাজার মাইল দূরে ওয়াশিংটনের ‘সিচুয়েশন রুমে’ বসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সেনা অভিযানের ‘লাইভ’ দেখেছেন বলে সরকারি সূত্রের খবর। বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পও ২০১৯-এর অক্টোবরে একই ভাবে তৎকালীন আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যু দেখেছিলেন। ঘটনাচক্রে, কুরেশিও তাঁর পূর্বসূরি বাগদাদির মতোই আমেরিকা সেনার হাতে ধরা না-দিয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন। তাতে মৃত্যু হয়েছে, তাঁর স্ত্রী, সন্তান, পরিজন-সহ অন্তত ১৩ জনের।

প্রাথমিক লক্ষ্য ছিল, আইএস প্রধানকে জীবন্ত গ্রেফতার করা। কিন্তু বাগদাদি-কাণ্ডের অভিজ্ঞতার কারণে ‘বিকল্প পথ’ও খোলা রাখা হয়েছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী এক মহিলা জানাচ্ছেন, হেলিকপ্টার সওয়ার আমেরিকা সেনা সিন্ডার ব্লক আবাসন ঘিরে ফেলার পর লাউডস্পিকারে কুরেশি এবং তাঁর সঙ্গীদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তাতে সাড়া না দিয়ে ‘শেষ যুদ্ধ’ শুরু করেন তিনি।

বাগদাদির জমানায় আইএস-এর মূল নীতিনির্ধারক ছিলেন কুরেশি। মূলত, ইরাক এবং সিরিয়ায় দখল করা এলাকায় তেলের খনি থেকে ‘রাজস্ব’ আদায়ের বিষয়টিও তিনি দেখভাল করতেন। কিন্তু গত কয়েক বছরে লাগাতার অভিযানে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়েই কোণঠাসা হয়ে পড়েছিল আইএস। ক্রমশ জায়গা বদলে সপরিবারে পালিয়ে বেড়াচ্ছিলেন কুরেশি। তাঁর শেষ ঠিকানা হয় তুরস্ক সীমান্ত লাগোয়া অটমে শহরের সিন্ডার ব্লক আবাসন। বেশ কয়েকদিন ধরেই তার গতিবিধির উপরে নজর রাখছিলেন আমেরিকার গোয়েন্দারা। হোয়াইট হাউসের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই শুরু হয় হেলিকপ্টারে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি।

পেন্টাগনের এক আধিকারিক বলেছেন, ‘‘আমরা আইএস প্রধানের ঠিকানা সম্পর্কে নিশ্চিত ছিলাম। ড্রোন হামলায় তাঁকে খতম করার প্রাথমিক পরিকল্পনাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই আবাসনে বসবাসকারী মহিলা, শিশু এবং অন্য অসামরিক নাগরিকদের কথা ভেবে ঝুঁকিপূর্ণ হলেও সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’’

২০১১ সালে ৯/১১ হামলার মূলচক্রী আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খতম করে মার্কিন নেভি সিল। সে সময় আমেরিকার ক্ষমতায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা। ১১ বছরের মাথায় আরেক ডেমোক্র্যাট প্রেসিডেন্টের হাত ধরে এল সন্ত্রাস দমনে সাফল্য।

Previous articleসকাল থেকেই কালো মেঘ, বৃষ্টি নামল ঝেঁপে! ঝড়জল সঙ্গে করে বাগ্‌দেবীর অপেক্ষায় রাজ্য
Next articleWeather Update: সরস্বতী পুজো কি ভেসেই যাবে! পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here