Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা!‌ কলকাতা সহ শিলাবৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়, জানাল হাওয়া অফিস

0
613

দেশের সময় ওয়েবডেস্কঃ আকাশ পরিষ্কার হতেই । রোদের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করছিল শীত। রোদ ঝলমলে আকাশে জমিয়ে শীত উপভোগ করছিল বাঙালি। কিন্তু কাল হল সেই পশ্চিমী ঝঞ্ঝা।

সপ্তাহান্তেই বৃষ্টি নামবে উত্তরবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবি আর সোমবার হতে পারে শিলাবৃষ্টি। বৃষ্টির কারণে ফের রাজ্যে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ভারত থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে এগোচ্ছে। তার টানেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসবে জলীয় বাষ্প। এর ফলেই সপ্তাহান্তে হবে বৃষ্টি।

প্রথমে উত্তরবঙ্গে। শনিবারই সেখানে বৃষ্টি শুরু হবে। চলবে সোমবার পর্যন্ত। ধীরে ধীরে এগোবে দক্ষিণে।  আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরের সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। সঙ্গে বজ্রপাত। মূলত শিলাবৃষ্টিই হবে। দক্ষিণের জেলাগুলোতে রবিবার রাত থেকে হবে শিলাবৃষ্টি। খুব জোর নয়। চলবে সোমবার পর্যন্ত। 

দক্ষিণবঙ্গে এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতি এবং শুক্রবার এ রকমই থাকবে ঠান্ডা। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্র ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা রাতে দাঁড়াবে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। ২৫ জানুয়ারির পর কমবে তামপাত্রা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন।
 

ফলত  শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। রবিবার এবং সোমবার গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হতে পারে। উত্তর ভারতের দিক থেকে এগিয়ে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মেঘবৃষ্টির খেলা চলতে পারে রাজ্যে। তবে সামনের সপ্তাহের বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে ফের শীত ফিরতে পারে রাজ্যে। 
 

Previous articleEncounter Threat: ক্ষমতায় আসার পর এনকাউন্টারের হুমকি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের
Next articleIndia Covid bulletin: দেশে দৈনিক সংক্রমণ পেরলো তিন লক্ষের গণ্ডি,ফিরল সেকেন্ড ওয়েভের ভয়াবহতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here