বনগাঁয় স্বামীজি-স্মরণে অভিনব উদ্যোগ, গোপাল শেঠের ‘মডেলের’ প্রশংসা সর্বস্তরে

0
739

পার্থ সারথি নন্দী বনগাঁ : কোভিডকালে সাধারণ মানুষের মঙ্গল কামনায় বনর্গাঁর পুরপ্রশাসক গোপাল শেঠ-এর নিজস্ব ভাবনা ও উদ্যোগে বনগাঁ পুর এলাকায় স্বামীজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে এক অভিনব কর্মসূচির মধ্যে দিয়ে।

ছবি তুলেছেন রতন সিনহা৷

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে অসাধারণ উদ্যোগ নিলেন গোপাল শেঠ। বুধবার, দিনভর পুরসভার উদ্যোগে একদিকে যেমন সাধারণ মানুষের করোনা পরীক্ষার ব্যবস্থা করে চলছে টিকাকরণের কাজ আবার অন্যদিকে ১৫ হাজার দুঃস্থ মানুষের হাতে প্যাকেট ভর্তি ফল ,মাস্ক, স্যানিটাইজার, সাবান পৌঁছে দিয়ে করোনা সচেতনতার প্রচারও করলেন৷

গোপাল শেঠ ‘দেশের সময়’কে জানান স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী উদ্বেগ বাড়িয়ে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ থেকে ৫ হাজারের ঘরে ঘোরাফেরা করছে উত্তর ২৪ পরগনায়। বনগাঁ শহরেও তার যথেষ্ঠ প্রভাব পড়েছে ৷ বনগাঁ মহকুমা হাসপাতাল, বারাসত জেলা হাসপাতাল, অশোকনগর স্টেট জেনারেল কোভিড হাসপাতাল ও হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আজ স্বামীজীর জন্মদিনে বনগাঁর বেশ কিছু যুবকদের সহযোগীতায় তাঁদেরকে পাশে নিয়ে সাধারণ মানুষের মঙ্গল কামনায় তাঁদের স্বাস্থ্য সচেতনার উদ্যেশ্যে এদিনের এই ফল বিতরণ কর্মসূচী নেওয়া হয়েছে৷ আজ স্বামীজির জন্মদিনটিকে স্মরণে রাখতেই এই উদ্যোগ৷

পুরসভা সূত্রে জানাগেছে, এদিন বনগাঁ পুর এলাকার বিভিন্ন দোকান-বাজার, রাস্তাঘাটে ঘুরে ঘুরে এবং সমস্ত বাড়ি বাড়ি গিয়েও দুঃস্থও অসহায়দের হাতে ফল ,মাস্ক, স্যানিটাইজার, সাবান পৌঁছে দিয়েছেন পুরসভার কর্মীরা৷

‘ট ‘বাজার এলাকায় ফুটপাতের এক ফুল বিক্রেতা শিবাণী বিশ্বাস বলেন, বাজারে ফলের আগুন দাম কিনে খাব সে উপায় নেই, আজ অনেক ফল দিয়েছে গোপাল খুব ভালো লাগছে ৷

মতিগঞ্জ নেতাজী মার্কেটের সামনে এক ভ্যান চালক ফলের প্যাকেট হাতে পেয়ে আকাশের দিকে তাকিয়ে প্রণাম করে বলে উঠলেন বিবেক এখনও আছে… ৷

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে যশোর রোডে অটো রিক্সা থেকে হাত বাড়িয়ে দু’হাত ভরে ফলের প্যাকেট পেলেন এক যাত্রী , যেতে যেতে তাঁকে বলতে শোনা গেল এই হল বিবেকানন্দের দেশ৷

Previous articleSwami Vivekananda Birthday : ‘তরুণদের দেশ গঠনের কাজে অনুপ্রাণিত করেছিলেন’, জন্মদিনে বিবেকানন্দ-স্মরণ মোদীর
Next articleMalaika-Arjun: মালাইকা-অর্জুনের ৪ বছরের সম্পর্কে ইতি ? অর্জুনের সঙ্গে বিচ্ছেদের কারণেই ঘরবন্দি মালাইকা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here