দেশের সময়ওয়েবডেস্কঃ শীতের দাপট অনেকটাই কমেছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও শীত নেই কলকাতায়। ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকলেও রাত থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তর-পশ্চিম ভারতে পর পর দু’টি পশ্চিমী ঝঞ্ঝার জেরেই রাজ্যে শীতের কনকনে ঠান্ডা অনুভব করা যাচ্ছে না। সেই সঙ্গে, আগামী সপ্তাহ থেকে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার পর্যন্ত চলতে পারে সেই বৃষ্টি।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১১ থেকে ১৪ তারিখ অবধি হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ১১ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১২ তারিখ থেকে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।
পাহাড়ে বৃষ্টি হবে ১২ থেকে ১৪ তারিখ অবধি। দার্জিলিং, কালিম্পং সহ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। পাহাড়ে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস।
আবহবিদরা বলছেন, একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে। ঝাড়খণ্ড থেকে সেটি পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। ফলে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। যত পূর্ব দিকে এগোবে ততই বৃষ্টির তেজ বাড়বে। এই ঝঞ্ঝার জেরেই আগামী সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওই শক্তিশালী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিম ভারতের পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাত হতে পারে।
আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির কাছাকাছি, আজ আরও এক ডিগ্রি বেড়ে হয়েছে ১৪ ডিগ্রি। রাতের দিকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।