CHILDRENS: খেলার ছলে পড়ার আনন্দ দিতে বনগাঁয় খুদেদের নিয়ে পার্কে বিশেষ ক্লাস

0
639

দেশের সময় , বনগাঁ: দীর্ঘদিন ধরে কোভিড পরিস্থিতির কারণে বন্ধ স্কুল । আর তার জেরে স্কুলের প্রতি অনেক খুদের অনিহা তৈরি হয়েছে। তা.বুঝতে পেরে খুদে ছাত্রছাত্রীদের ফের স্কুলমুখী করতে উদ্যোগ নিচ্ছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। তেমনই বনগাঁ পুরসভার ইংরেজি মাধ্যম স্কুলের খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে ক্লাস করানো হলো শিশু উদ্যানে। এমন অভিনব ক্লাসের ব্যবস্থায় খুশি খুদে পড়ুয়া এবং তাঁদের অভিভাবকেরাও।

দীর্ঘ বিরতির পর স্কুল খুললেও খুদে পড়ুয়াদের স্কুলের প্রতি যাতে অনিহা না থাকে, তারজন্য অভিনব উদ্যোগ গ্রহন করলো উত্তর২৪ পরগনার বনগাঁ পুরসভা। রবিবার বনগাঁ পুরসভা পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুলের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত খুদে পড়ুয়াদের নিয়ে বনগাঁ থানা সংলগ্ন ইছামতীর তীরে৷ এদিন পুরসভার পরিচালিত বিবেকানন্দ শিশু উদ্যানের মধ্যে ক্লাস নেওয়া হল ছাত্রছাত্রীদের। 

পি কে একাডেমি নামে প্রাথমিক স্তরে একটি ইংরেজি মাধ্যম স্কুল পরিচালনা করে বনগাঁ পুরসভা। সেখানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের পড়ানো হয়। করোনার কারণে সেই স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ। বর্তমানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ–বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলেও এখনও পর্যন্ত প্রাথমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয় নি। তবে আগামী দিনে খুব দ্রুত স্কুল খুলবে বলে আশা করা হচ্ছে।  

খেলার ছলে বিশেষ ক্লাসের ফাঁকেই এদিন পার্কের মধ্যে খুদে পড়ুয়াদের কেউ ব্যস্ত দোলনায় চড়তে, কেউ ব্যস্ত ঢেকি চড়তে। ক্লাস শেষে তাদেরকে দেওয়া হয় টিফিন। বিশেষ ক্লাস কেমন চলছে, তা পরিদর্শন করতে হাজির ছিলেন বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ।

সবশেষে পড়ুয়া এবং অভিভাবকদের ইছামতির বুকে  স্পিড বোটে করে ঘোরানো হয়। শীতের পরশে ইছামতি নদীর হাওয়া গায়ে মেখে পড়ার আনন্দকে উপভোগ করলেন খুদে পড়ুয়ার দল আর তাঁদের অভিভাবকেরাও সারাদিন কাটালেন পিকনিকের মুডে ৷

বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন ,খেলার ছলে পড়া এই বিষয় টাকে মাথায় রেখে দীর্ঘদিন ধরে ঘর বন্দি শিশুদের মনের বিকাশ ও তাঁদের সু-স্বাস্থের কথা ভেবে এদিন এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত শিশু প্রকল্পগুলি আছে সেই সব প্রকল্পের মাধ্যমে শিশুদের মন, শরীর-স্বাস্থ্য ও শিক্ষার উপরে কাজ করে শিশুদের কে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করবে বনগাঁ পুরসভা৷

Previous articleChristmas Festival in Bengal:পার্ক স্ট্রিট থেকে জেলার শহর সর্বত্র ক্রিসমাস ফেস্টিভ্যালে এবার নিয়ম বদল!
Next articleMamata Banerjee ইন্দ্রনীলকে গানের ভুল ধরিয়ে বড়দিনের উৎসবে মঙ্গল দীপ জ্বেলে গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here