বনগাঁয় পিঠে – কম্বল প্রদানে পৌষ পার্বন অনুষ্ঠান

0
663

দেশের সময় , বনগাঁ: পয়লা পৌষ উপলক্ষে শুক্রবার বনগাঁ পুরসভার পক্ষ থেকে পৌষ পার্বন অনুষ্ঠানের আয়োজন করাহয়। এদিন বনগাঁ পুরসভা এলাকার ২২ টি ওয়ার্ডের প্রায় সাড়ে ৬ হাজার দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় ৷

এ ব্যাপারে বনগাঁ পুরসভার পুরপ্রশাসক গোপাল শেঠ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছেন পুরসভার কর্মীরা ,সেই সঙ্গে স্থানীয় দলীয় নেতা নেত্রীরাও একই ভাবে বনগাঁর মানুষের জন্য কাজ করছেন প্রতি নিয়ত৷ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মতো আমরা এদিন বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের ৩০০ জন করে মোট সাড়ে ৬ হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে সেই সঙ্গে তাঁদের জন্য পিঠে এবং খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল৷

সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন এই শীতে যাতে মানুষ একটু হলেও স্বস্তি পান তার প্রচেষ্টায় এদিন কম্বল বিতরণ করা হয়৷ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তাঁদের কাছে থেকে সেবা করার সুযোগ করে দিয়েছেন তাঁর উদ্দ্যেশ্যকে সফল করতে এদিন পৌষ পার্বন অনুষ্ঠানের আয়োজন করেছে বনগাঁ পুরসভা৷ এদিন একই মঞ্চ থেকে কম্বল বিতরণ করেন বিধায়ক বিশ্বজিৎ দাস, তিনি জানান মানুষের হাতে শীত বস্ত্র আর মিষ্টি পিঠে দিতে পেরে খুব ভালো লাগলো। মানুষের পাশে থাকার আনন্দটাই অন্যরকম৷

শুক্রবার দুপুরে নীলদর্পণ এলাকায় বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের মানুষ ভিড় করেন ৷ পাশাপাশি কর্মতীর্থ প্রাঙ্গণে লোকসংগীতের আসর বসে সেখানেও অসংখ্য মানুষ মাটির গান শুনতে ভিড় করেন৷ ৯নং ওয়ার্ডের বাসিন্দা এক বৃদ্ধা তুলসী রানী বলেন আমি কোন সিলিপ পাইনি কিন্তু গোপাল আমাকে দেখেই ছুটে এসে ১টা কম্বল দিল খুব ভালো লাগলো এবার শীতে আর কষ্ট হবেনা।

Previous articleমুখ্যমন্ত্রীর নির্দেশে বনগাঁ পুরসভার পার্কিং থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ নিল রাজ্য সরকার
Next articleবনগাঁয় যশোর রোডে ট্রাক-স্কুটি মুখোমুখি সংঘর্য,মৃত ২ বিদ্যুৎ কর্মী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here