দেশের সময়,বনগাঁ: যুব সমাজের মধ্যে ক্রমশ বাসা বাঁধছে গাঁজার নেশা। প্রশাসনের নজর এড়িয়ে নেশাড়ুদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে এই বেআইনি জিনিস। ফলে ক্রমশ নেশার অতল গভীরে ডুবে যাচ্ছে যুব সমাজ।
তবে কীভাবে খুব সহজেই হাতে চলে আসছে গাঁজা, তার উৎস সন্ধানে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ। আর এভাবেই গোপন সূত্রে খবর পেয়ে কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ কাটল গোপালনগর থানার পুলিশ। গোপালনগর থানার ওসি, সিআই গাইঘাটা ও বিডিও বনগাঁর নেতৃত্বে মঙ্গলবার গোপালনগর এলাকার কয়েকটি এলাকায় হানা দিয়ে গাঁজা গাছ কাটা হয়। পুলিশ জানিয়েছে এর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই এই গাছের চাষ হয় এলাকায়৷ তবে কে বা কারা চাষ করছে গাঁজা গাছ, সেই প্রশ্নে স্থানীয়দের বক্তব্য, যাদের ক্ষমতা আছে, তাঁরাই চাষ করে। তাঁদের অভিযোগ কি রাজ্যের শাসকদলের দিকে, তা অবশ্য জানা যায়নি। এদিকে, কারা এই এলাকায় গাঁজা গাছের চাষ করছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
সিআই গাইঘাটা বলেন, কয়ক লক্ষ টাকার গাঁজা গাছ কাটা হয়েছে। কারা এই এলাকায় এই গাছের চাষ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আর কেউ যাতে এই বেআইনি কাজে না জরায় সে জন্য পুলিশ হুঁশিয়ার করেছে সকলকে। গ্রামবাসীদের হুমকি দিলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে জানানো হয়, তা-ও বলা হয়েছে।