প্রদীপ দে ,ঢাকা: : ফের সুদিন ফিরল বাংলাদেশ থেকে কলকাতাগামী যাত্রীদের জন্য। দেড় বছর পর ফের চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। ২ ডিসেম্বর থেকে ঢাকা-যশোর বেনাপোলের একমাত্র সরকারি ট্রেনের চাকা গড়াবে। ফলে ফের কলকাতাগামী অসংখ্য যাত্রীদের অনেকটাই মিলবে স্বস্তি। করোনা আবহেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভারতে আসেন প্রতিদিন এক হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে ৯৫ শতাংশ আসেন চিকিৎসার কারণে। ট্রেনের সুবিধা না থাকার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে তাঁদের।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ঢাকা-সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫-৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করেন। করোনা কালে দু’দেশের মধ্যে যাত্রী আনাগোনা বন্ধ থাকায় লোকসানের মুখে পড়তে হয়েছিল একপ্রেসটিকে। ফলে ট্রেনটি বন্ধ হয়ে যায়। বেশ কিছুদিন আগে বাংলাদেশ সরকার অন্যান্য সব ট্রেন চলাচলের অনুমতি দিয়ে দেয়। কিন্তু অজ্ঞাত কারণে চালু হয়নি ‘বেনাপোল এক্সপ্রেস’। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে ভারতগামী অসুস্থ যাত্রীদের।
অতিমারির কারণে দু’দেশের মধ্যে যাত্রী আনাগোনা বন্ধ থাকায় লোকসানের কারণে এক্সপ্রেসটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য ট্রেন চালু হলেও বেনাপোল এক্সপ্রেস তখনও ছিল বন্ধ। ফলে দুর্ভোগ পোহাতে রয়েছে সেইসব যাত্রীদের। বেনাপোল থেকে ঢাকায় বাস বা অন্যান্য পরিবহণে ১৮-২০ ঘণ্টা সময় লাগে। সেখানে মাত্র ৭ ঘণ্টায় বেনাপোল এক্সপ্রেস ঢাকায় পৌঁছে দেয়। মঙ্গলবার ছাড়া প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল এবং রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর থেকে ছাড়ে ট্রেনটি। ফলে কলকাতা বা ভারতে চিকিৎসার কারণে যেসমস্ত যাত্রীরা আসেন, তাঁদের কিছুটা হলেও স্বস্তি বাড়ল।