Bratya Basu: কবে থেকে শুরু হবে প্রথম-অষ্টম শ্রেণির পঠনপাঠন? যা জানালেন শিক্ষামন্ত্রী

0
660

দেশের সময় ওয়েবডেস্ক:‌ ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ। দাবি উঠছে, আবেদন আসছে সর্বস্তর থেকেই। প্রশাসনও যে সর্বান্তঃকরণে স্কুলের নিচু ক্লাস চালু করে দেওয়ার কথা ভাবছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই রবিবার সেটা স্পষ্ট করে দিয়েছেন। আগামীকাল, মঙ্গলবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন ফের শুরু হয়ে যাচ্ছে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী এ দিন আশ্বাস দেন, শুধু নবম থেকে দ্বাদশ নয়, অচিরেই নিচু ক্লাসও চালু করে দেওয়ার কথা
ভাবছে রাজ্য সরকার। তবে সেটা হবে ধাপে ধাপে।

আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, কবে থেকে খুলবে সব শ্রেণির ক্লাস? শিক্ষার্থীরা দেড় বছরের বেশি সময় ধরে মুখ দেখেনি স্কুলের। ফলে স্কুলের পরিবেশ থেকে দূরে চলে গিয়েছে তারা। এবার সেই বিষয়ে গ্রিন সিগন্যাল দেওয়ার কথা ভাবছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রবিবার এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, ‘জীবনের মূল স্রোতে ছাত্রছাত্রীদের ফেরানোটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। তাই ধাপে ধাপে সব ক্লাসই খুলব। আমরা এখন নবম থেকে দ্বাদশ খুলছি। কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছি। এই অবস্থা কিছু দিন দেখে, পরিস্থিতি দেখে নিচু ক্লাসও খুলব। পুরো স্কুলই খুলে দেওয়ার ইচ্ছা আছে আমাদের।’

শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের সমর্থন করেছেন অধিকাংশ শিক্ষক ও শিক্ষক সংগঠন। শিক্ষকদের মতে, এর আগে গত ফেব্রুয়ারিতে যখন স্কুল খুলেছিল, তখনও ক্লাস চালু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণির। প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারেনি দেড় বছরেরও বেশি সময় ধরে। গ্রামাঞ্চলে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বলে অনলাইন ক্লাসও সেভাবে করতে পারেনি তারা।

ফলে পড়াশোনার সঙ্গে অনেক ছেলেমেয়েরই সম্পর্ক থাকছে না। এছাড়াও স্কুলে রান্না করা মিড-ডে মিল না পাওয়ায় অনেক শিশু অপুষ্টিতে ভুগছে। এই পরিস্থিতি দেখে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিচু ক্লাসও চালু করা দরকার।

Previous articleWest Bengal Weather : মঙ্গলেই বাংলায় আবহাওয়ার পরিবর্তন! হাওয়া অফিসের পূর্বাভাস
Next articleSchool Reopening: বাংলা জুড়ে ১৬ নভেম্বর স্কুল খোলার ‘প্রস্তুতি’! দু’সেট নতুন ইউনিফর্ম, বেশি করে মাস্ক-স্যানিটাইজার! প্রস্তুতি তুঙ্গে অভিভাবকদেরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here