দেশের সময় ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন। আর তা শুনছেন সর্বধর্মের মানুষ। শাড়িতে এমন অলঙ্করণ ফুটিয়ে তুলে সেই শাড়িই উপহার হিসেবে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। তিনি বীরেনকুমার বসাক। এ বাংলার নদিয়া জেলার তাঁতি তথা কাপড় ব্যবসায়ী। এ বছরের পদ্ম সম্মান প্রাপকও বটে।
কয়েক দিন আগেই দিল্লিতে পদ্ম সম্মান দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন বীরেন। পদ্মশ্রী পেয়েছেন তিনি। তার পরেই প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দিয়েছিলেন তাঁর হাতে তৈরি সেই শাড়ি। যা পেয়ে আপ্লুত মোদী টুইট করেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা বীরেন কুমার বসাক। খ্যাতনামী তাঁতি। শাড়িতে ভারতের ইতিহাস এবং সংস্কৃতিকে অপূর্ব ভাবে ফুটিয়ে তুলেছেন। আমাকে সেই শাড়ি উপহারও দিয়েছেন তিনি। আসাধারণ। মন ছুঁয়ে গিয়েছে।’
বাংলার এই তাঁত শিল্পী কে?
নদিয়ার বাসিন্দা বীরেন কুমার বসাক একজন স্বনামধন্য তাঁত শিল্পী। ১৯৭০এর দশকে বীরেন কুমার বসাক তাঁর ভাইয়ের সঙ্গে শাড়ি বিক্রি করতে কলকাতায় দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতেন। এই সময়ে দাঁড়িয়ে তাঁর প্রায় ২৫ কোটি টাকার টার্নওভার। মাত্র ১ টাকা পুঁজি নিয়ে তাঁর যাত্রা শুরু।এখন কমপক্ষে ৫ হাজার জন তাঁতি কাজ করছেন তাঁর অধীনে।
Shri Biren Kumar Basak belongs to Nadia in West Bengal. He is a reputed weaver, who depicts different aspects of Indian history and culture in his Sarees. During the interaction with the Padma Awardees, he presented something to me which I greatly cherish. pic.twitter.com/qPcf5CvtCA
— Narendra Modi (@narendramodi) November 13, 2021
এক জাতীয় সংবাদমাধ্যমকে তাঁত শিল্পী বীরেন বসাক জানান,
“আমরা প্রতিদিন সকালে কলকাতাযর ট্রেনে চড়তাম। শহরে, আমি এবং আমার ভাই শাড়ির বান্ডিল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। ধীরে ধীরে আমরা বড় সংখ্যক গ্রাহক পেয়েছি। সেসময়ে শাড়ির দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে, আমার প্রায় ৫০০০ কারিগর আছে, যার মধ্যে প্রায় ২,০০০ মহিলা। তাঁরা জীবিকা অর্জনের উপায় খুঁজে পেয়েছে এবং স্বাবলম্বী হয়েছে। এই পুরস্কারের প্রকৃত প্রাপকরা হলেন এই কারিগর এবং আমি তাদেরও ধন্যবাদ জানাব।”
তাঁর গ্রাহক তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকরও। সত্যজিৎ রায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ও একসময় তাঁর গ্রাহক ছিলেন। ২০১৩ সালে, তিনি তাঁর দক্ষতা এবং কারুকার্যের জন্য জাতীয় পুরস্কার পান। একটি তাঁত বোনা শাড়িতে রামায়ণ চিত্রিত করার জন্য ব্রিটেনে ওয়ার্ল্ড রেকর্ড ইউনিভার্সিটি থেকে তাঁর ঝুলিতে সম্মানসূচক ডক্টরেটও রয়েছে।