গ্রাম পঞ্চায়েত স্তরে বনগাঁ
মহকুমায় খাতা খুলল বিজেপি
বিশেষ প্রতিবেদন— গ্রাম পঞ্চায়েত স্তরে উত্তর ২৪ পরগনার বাগদায় নতুন করে নিজেদের খাতা খুলল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাগদার ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি পেল ২টি আসন। বনগাঁ এবং গাইঘাটায় ১টি করে গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখল তারা। পঞ্চায়েতের এই ফলাফলের নিরিখে আগামী লোকসভা নির্বাচনের আগে তারা নিজেদের জমি আরও শক্ত করার চেষ্টা চালাবে বলে দলীয় সূত্রে খবর। যদিও সামগ্রিকভাবে নিজেদের ক্ষমতা বেশিরভাগটাই ধরে রাখতে পেরেছে তৃণমূল। বিরোধী হিসেবে বাম এবং কংগ্রেস সেভাবে কোনও জায়গাই করতে পারে নি। সেক্ষেত্রে এই পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের মতো বনগাঁ মহকুমাতেও দ্বিতীয় স্থানে উঠে এলো বিজেপি। বনগাঁ মহকুমার পাশাপাশি হাবড়া ১ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবগুলিই পেয়েছে তৃণমূল। এই এলাকাটি রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নিজস্ব বিধানসভা এলাকা। সেদিকথেকে তিনি এক্ষেত্রে সফল। অন্যদিকে, হাবড়া ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল। ১টি ত্রিশঙ্কু হয়েছে। এদিন বেলা যত গড়িয়েছে, তৃণমূল কর্মীদের মধ্যে তত উদ্দীপনা দেখা দিয়েছে। ভালো ফলের খবর পেতেই দলীয় কর্মীরা বিভিন্ন গণনা কেন্দ্রের বাইরে নিজেদের মধ্যে আবীর খেলায় মেতে ওঠেন।