পিয়ালী মুখার্জী, বেহালা: গনেশ চতুর্থীর সকালে কলকাতার বেহালা পঞ্চাননতলা ইয়ংস কর্নার ক্লাবের দুর্গোৎসবের খুঁটি পুজো হয়ে গেল সানাইয়েরসুরে সুর মিলিয়ে৷ দেখুন ভিডিও:
এবার ৭৭ বছরে পদার্পন করলো তাঁদের পুজো।
বিশেষ চমক হলো এবারে মায়ের আবাহন সম্পূর্ণ রূপে মহিলা পরিচালিত।
আজ গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে হয়ে গেল সেই পুজোর শুভ সূচনা। পাড়ার মহিলাদের আয়োজনে হলো খুঁটি পুজো। তাঁদের নৈপুণ্যে সাজানো হয়েছিল খুঁটি। সমস্ত আয়োজন করা হয়েছিলো কোভিড বিধি মেনেই।
পুজোর নৈবিদ্যে ছিলো গোটা ফল। ঢাকের আওয়াজ সানাইয়ের সুরে পুজো মন্ডপ ছিল পরিপূর্ণ ।
মহামারীর ভয় ভুলে পাড়ার সকলে সামিল হয়েছিলেন এই আনন্দযজ্ঞে। সম্পূর্ণ নিষ্ঠা ভরে পুরোহিতের মন্ত্র উচ্চারণে সঙ্গে শঙ্খ ও ঘন্টার ধ্বনি তে মুখরিত হলো বেহালা পঞ্চাননতলা এলাকা। সকলের মনে বাজলো সেই আনন্দের সুর।
পুজো কমিটির প্রেসিডেন্ট শিখা মজুমদার জানালেন তাদের প্রথমবারের এই দায়িত্ব তারা সানন্দে গ্রহণ করেছেন। তাঁরা মিলিত ভাবে চেষ্টা করবেন সর্বত ভাবে সাফল্য মণ্ডিত করার।
সম্পাদিকা রুমিতা ভৌমিক বললেন তারা এই নতুন চ্যালেঞ্জ ও দায়িত্বে খুব খুশি। এখন তাঁদের সকলের গুরু দায়িত্ব মায়ের আবাহন। ঈশ্বরে বিশ্বাস রেখে তাঁরা এগিয়ে যেতে চান, মা তাঁদের সঙ্গে আছেন এটাই তাঁদের বিশ্বাস।