West Bengal weather Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বদলাতে শুরু করল আবহাওয়া, বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তিন জেলায়

0
1008

দেশের সময় ওযেবডেস্কঃ বর্ষা ছুটি নিচ্ছে না এখনই। বৃষ্টির তেজ কিছুটা কমেছে, তবে বিদায়ঘণ্টা বাজেনি। বৃষ্টিরেখা ফের সক্রিয় বাংলার ওপরে। তার ওপর নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে। এর জেরে আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হবে। এর জেরে সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস, পাশাপাশি উত্তরের পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টির দাপট বাড়বে।

এ বছরের গোড়া থেকেই বর্ষার দাপট দেখা গেছে গাঙ্গেয় বঙ্গে। পাহাড়ি জেলাগুলিতেও গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি চলেছে। মৌসুমী অক্ষরেখা বারাণসী থেকে জামশেদপুর, সেখান থেকে দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে আবার পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা-অন্ধ্র উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। হাওয়া অফিস বলছে, দক্ষিণে কচ্ছ মারাঠাওয়াড় ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে।

বৃষ্টি অক্ষরেখা ও নিম্নচাপের জেরে গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উপকূলের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়।

বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে ট্রলার নিয়ে চলে গেছেন যাঁরা, তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ থেকেই ভাসবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরের পাহাড়ি জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আলিপুরদুয়ারে মঙ্গলবারের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Previous articleপঞ্জশির সম্পূর্ণ তাদের দখলে, দাবি তালিবান মুখপাত্র জাবিরুল্লা মুজাহিদের
Next articleবিজেপি নেতার ভাড়া বাড়িতে মধুচক্রের আসর,গাইঘাটা থেকে ধৃত ১ মহিলা সহ ২জন পুরুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here