দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে দিল্লি থেকে বারাণসী রওনা দিল বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার এই ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শনিবার ট্রেনটিতে যান্ত্রিক গোলযোগ হওয়ায় সেটি আটকে যায়। এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় মোদীকে। কিন্তু রবিবার ট্রেনটি দিল্লি থেকে বারাণসীর উদ্দেশে রওনা হয়ে যায়। শুধু তাই নয়, আগামী দু’সপ্তাহের জন্য সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে এই ট্রেনটির।
রেলমন্ত্রী পীযূষ গয়াল ,তিনি তাঁর টুইারে বলেছেন, সকালে দিল্লি থেকে বারাণসীর উদ্দেশে রওনা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে আগামী ১৪ দিনের সব টিকিট বুকড। আপনিও টিকিট বুক করে ফেলুন।
শনিবার সেমি হাই স্পিড এই ট্রেনটি বারাণসী থেকে রাত সাড়ে দশটা নাগাদ ছাড়ে। টুন্ডলা স্টেশন থেকে ১৫ কিমি দূরে ট্রেনটি যান্ত্রিক কারণে খারাপ হয়ে যায়। রেল সূত্রের খবর, কোনও গবাদি পশু রেললাইনের উপর চলে এসেছিল। ট্রেনটি তার উপর দিয়ে চলে যায়। তার পরেই সমস্যা তৈরি হয়। এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।