মেষ/ARIES
মান -যশ প্রাপ্তি। অর্থব্যয়ের সম্ভাবনা। প্রেমে বিঘ্ন আসবে। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে। নব কর্মারম্ভ। বদলির সম্ভাবনা রয়েছে।
বৃষ / TAURUS
যকৃতের রোগ। চিন্তা বাড়বে। ঋণের সম্ভাবনা। অভীষ্টসিদ্ধি। ক্ষমতা হস্তান্তর। ঝামেলা এড়িয়ে চলুন। প্রতারিত হতে পারেন। সম্মান প্রাপ্তি। অপচয় বৃদ্ধি।
মিথুন GEMINI
সহায়তা লাভ। কর্মে উন্নতি। প্রণয়ে জটিলতা। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। ভুল বোঝাবুঝি। বাসনা পূরণ হবে। অসুস্থতা থেকে মুক্তি।
কর্কট CANCER
ক্রীড়াবিদদের জন্য শুভ। উৎকন্ঠা বৃদ্ধি। কর্মে গোলযোগ। ভ্রাতৃবিরোধ। সমস্যার সমাধান। সঞ্চিত অর্থ ব্যয়। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন।
সিংহ LEO
কলহ – বিবাদ। ব্যবসায় উন্নতি। রাস্তাঘাতে সাবধানে চলাচল করুন। সাহসিকতার প্রদর্শন। বিলাসিতা। মানসিক ক্লেশ। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে। ঈর্ষান্বিত।
কন্যা VIRGO
দুর্ঘটনার যোগ। আর্থিক সাফল্য। প্রতারণায় ক্ষতি। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক। ভেবে চিন্তে যে কোনও কথা বলুন আজ। আশার সঞ্চার। উদ্যম বৃদ্ধি। কর্মে সফলতা।
তুলা LIBRA
প্রণয়াশক্তি। পরিশ্রম বৃদ্ধি। চাকুরীক্ষেত্রে অশান্তি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। অবস্থান পরিবর্তনের যোগ আছে। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। আঘাত প্রাপ্তি।
বৃশ্চিক SCORPIO
মিত্র লাভ। জীবনে নতুন মানুষ আসতে পারে। দ্বি- চক্রযানে বিপদ। প্রতিষ্ঠা লাভ। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে। ভ্রমণ যোগ রয়েছে। প্রতিপত্তি লাভ। মানসিক ক্ষোভ।
ধনু SAGITTARIUS
অর্থহানি। ঋণশোধ। ক্রোধে ক্ষতি। পদোন্নতি। প্রেম জীবনের জন্য এটিই সেরা সময়। রক্তাল্পতা। দুশ্চিন্তা বাড়বে। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। প্রভাব বিস্তার। সুপরামর্শ লাভ।
মকর CAPRICORN
বন্ধু বিচ্ছেদ। পুরস্কার প্রাপ্তি। সাবধানতা অবলম্বন করুন। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। মানসিক তৃপ্তি। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন।
কুম্ভ AQUARIUS
প্রবঞ্চনা। ঋণ পরিশোধ। বন্ধু বিরোধ। শেয়ার ব্যবসায় লাভ। দাম্পত্য সুখ। চিত্তের দুর্বলতা। এই মাস বিনিয়োগের জন্য ভাল। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে।
মীন PISCES
অস্থিরতা বৃদ্ধি। নব প্রচেষ্টা। পারিবারিক সুখ। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। অর্থলাভ হবে। পরিশ্রম করে সাফল্য অর্জন। ভ্রমণের সময়ে সতর্ক থাকুন। স্ত্রীয়ের জন্য অশান্তি।