দেশের সময়: গোটা রাজ্যে একমাত্র পূর্ব ক্যানিং কেন্দ্রে সংযুক্ত মোর্চার পক্ষে আইএসএফের প্রার্থী এগিয়ে থাকার পাশাপাশি উত্তর ২৪ পরগনা অশোকনগর তৃণমূল প্রার্থীর সঙ্গে লড়াইয়ের ময়দানে রয়েছেন এখানকার প্রার্থী তাপস ব্যানার্জি ৷
১২ রাউন্ড শেষে বিজেপি এখানে এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে। এদিন সকালের দিকে গননার শুরুতে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী তাপস ব্যানার্জি এগিয়ে থাকলেও এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী।
১২ রাউন্ড শেষে অশোকনগরের সংযুক্ত মোর্চার প্রার্থী তাপস ব্যানার্জিকে পেছনে ফেলে তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামী ১৭১৬৬ ভোটে এগিয়ে রয়েছেন।
এদিকে, চতুর্থ রাউন্ড শেষে বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। বাকি দুটিতে এগিয়ে তৃণমূল।
অন্যদিকে, এখনও পর্যন্ত অশোকনগরে আইএসএফ এবং হাবড়ায় তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। অষ্টম রাউন্ড শেষে বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ৬৮১৪ ভোটে এগিয়ে রয়েছেন। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার ষষ্ঠ রাউন্ডের শেষে ২৩৬৯ ভোটে এগিয়ে। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায় দশম রাউন্ড শেষে ৩৪৩১ ভোটে এগিয়ে।
পাশাপাশি, সপ্তম রাউন্ডের শেষে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর ২৩৪৫ ভোটে এগিয়ে রয়েছেন। হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা থেকে ৬৫০৯ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক।