দেশের সময় ওয়েবডেস্কঃ অর্থের বিনিময় বিধানসভা নির্বাচনে টিকিট জোগাড় করে দেওয়ার বিষয়ে এক বিজেপি নেতার কথোপকথনের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, এই অভিযোগে বিজেপির জেলার সাধারণ সম্পাদককে শোকজ করলেন সংগঠনের জেলা সভাপতি।জানা গেছে, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় দুই ব্যক্তির মধ্যে মোবাইলে কথাবার্তার একটি রেকর্ডিং ভাইরাল হয়। ফোনের এক প্রান্তে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রবীরকুমার রায় অন্যপ্রান্তে আর এক ব্যক্তি। ওই বিজেপি নেতা অপর প্রান্তের ব্যক্তির কাকাকে অর্থের বিনিময়ে বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। যদিও ভিডিয়োর সত্যতা যাছাই করেনি দেশের সময় ডিজিটাল।
জেলার সভাপতি মনস্পতি দেবের নাম করে সরাসরি টাকা চাওয়া হয়। এই টেলিফোন রেকর্ডিং প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে হইচই পড়ে যায়। এ ব্যাপারে ২৬ এপ্রিল সভাপতি মনস্পতি দেব প্রবীরকুমার রায়কে শোকজ করেন। তিনি তাতে জানতে চান বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর নাম করে কেন টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
এটা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং এই কাজ ভারতীয় সংবিধান বিরোধী। পাশাপাশি তাঁকে কালিমা লিপ্ত করা হয়েছে। সাত দিনের মধ্যে সদুত্তর না পেলে দলীয় আইন অনুযায়ী প্রবীর রায়ের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলীয় সমস্ত কার্যক্রম থেকে তাকে বিরত থাকতেও বলা হয়েছে।
এ ব্যাপারে জেলা সভাপতি মনস্পতি দেব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি দলের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। সংবাদমাধ্যমে আমি কোনও মন্তব্য করব না।’ রইল ফেসবুক ভাইরাল ভিডিও লিঙ্ক:
https://m.facebook.com/story.php?story_fbid=100717972173574&id=100067061131252