দেশেরসময় ওয়েবডেস্কঃ ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছিল নারদ কাণ্ড৷ তারপর বহু জল গড়িয়েছে৷ কেটে গিয়েছে দু’বছর৷ কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে খুশী নন ম্যাথু স্যামুয়েল৷ তাই তিনি নারদ কাণ্ডে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সিবিআইকে চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর৷ সেখানে তিনি জানতে চান, এই কাণ্ডের তদন্তের স্বার্থে তদন্তকারী আধিকারিকরা তাকে বহুবার তলব করেছে৷ তদন্তের স্বার্থে প্রতিবারই সিবিআই দফতরে তিনি গিয়েছেন। সিবিআইকে সমস্ত ধরনের নথিও দিয়েছেন তিনি। কিন্তু এই তদন্ত বর্তমানে কোন পথে রয়েছে তা নারদ কর্তা জানেন না৷সারদা নিয়ে তৎপর হয়েছে সিবিআই। আইপিএস রাজীব কুমারকে তদন্তের স্বার্থে তলব করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারকে তলবের ঘটনায় কার্যত জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। এরই মধ্যে নারদ-কাণ্ড নিয়েও তৎপর হয়ে উঠল কেন্দ্র।নারদ-কাণ্ডের তদন্তকারী অফিসারকে তলব করা হল দিল্লিতে। শুক্রবারই তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে তলব করা হয়েছে।এদিকে সারদা কেলেঙ্কারী নিয়ে সিবিআই জেরার মুখোমুখি হতে চলেছেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। শনিবার, ৯ ফেব্রুয়ারি তাঁকে তলব করা হয়েছে। শিলং-এ তিনি সিবিআই অফিসারদের জেরার মুখোমুখি হবেন। চিটফাণ্ড কাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে শিলংয়ে হাজির থাকতে বলেছে৷কিছুদিন আগেই নারদ কান্ডে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের মেয়েকে তলব করে ইডি৷ সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে একজন অভিনেত্রীও বটে৷ সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তাকে হাজির হতে নোটিশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কিন্তু শ্রেয়া ইডিকে চিঠি দিয়ে কিছুদিন সময় চেয়ে নেন।উল্লেখ্য গত ডিসেম্বরে নারদ তদন্তের অগ্রগতি জানতে সিবিআইকে চিঠি দেন ম্যাথু স্যামুয়েল৷ তবে ম্যাথুকে তারা এবিষয়ে জানাতে বাধ্য নয়৷ যদিও ইতিমধ্যেই নারদ তদন্তের অগ্রগতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই৷সদ্য সিবিআই প্রধানের দায়িত্বে এসেছেন ঋষিকুমার শুক্লা। তিনিই নারদ-কান্ড নিয়ে জানতে চাইবেন রঞ্জিৎ কুমারের কাছে। ওই ঘটনায় কী কী তথ্য প্রমাণ রয়েছে সেই সম্পর্কে জানতে চাইবেন তিনি। তাই কেস ডায়েরি নিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।