দেশের সময়, বনগাঁ: দীর্ঘদিন পর বামেরা যেন নতুন উদ্যমে জেগে উঠেছেন। আর এই জাগরণের সঙ্গী সংযুক্ত মোর্চার অন্য প্রার্থী, নেতা, কর্মীরাও। মঙ্গলবার বনগাঁ শহর জুড়ে লাল বেলুন, লাল পতাকা তারই বার্তা দিল। আর তারসঙ্গে জুড়ে গেল সংযুক্ত মোর্চার নির্বাচনী থিম সঙ ‘টুম্পা সোনা’।আর এভাবেই এদিন মোর্চা সঙ্গীদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন বনগাঁ মহকুমার সংযুক্ত মোর্চার চার প্রার্থী।
এদিন দুপুরে বনগাঁর ক্যালট্যাক্স পাম্প থেকে মিলিতভাবে মিছিল করে যশোর রোড, কোর্ট রোড পেরিয়ে বনগাঁ মহকুমা শাসকের কার্যালয় চত্বরে হাজির হন সংযুক্ত মোর্চার নেতা, কর্মীরা। এই মিছিলের অগ্রভাগে ছিলেন সংযুক্ত মোর্চার এই মহকুমার চার প্রার্থী বাগদার প্রবীর কীর্তনীয়া (কংগ্রেস), বনগাঁ উত্তরের পীযূষকান্তি সাহা (সিপিআইএম), বনগাঁ দক্ষিনের তাপসকুমার বিশ্বাস ( সিপিআইএম), গাইঘাটার কপিলকৃষ্ণ ঠাকুর৷
(সিপিআই)। এরপর নির্ধারিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন চার প্রার্থী।
এ ব্যাপারে এদিন বাগদার প্রার্থী প্রদীপ কীর্তনীয়া বলেন, ‘বাগদার মানুষ গত বিধানসভা নির্বাচনে সিপিএম-কংগ্রেসের জোট প্রার্থী দুলাল বরকে ভোটে জয়যুক্ত করেছিলেন। কিন্তু তিনি এলাকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পরে ব্যক্তিগত স্বার্থে বিজেপিতে যোগ দেন। এবারেও সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে কংগ্রেসের পক্ষে আমি প্রার্থী হয়েছি। ইতিহাসকে স্মরণ করে দরিদ্র, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে এলাকার মানুষ আমাকে জয়ী করে বিশ্বাসঘাতকের উদ্দেশ্যে উপযুক্ত জবাব দেবেন।’
প্রার্থী পীযূষ কান্তি সাহা জানান, ‘রাজ্যের তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার এবং কেন্দ্রের সাম্প্রদায়িক, দেশ বিক্রি করে দেওয়া বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের মতো সংযুক্ত মোর্চার প্রার্থীদের অবশ্যই ভোটে করবেন, এ বিশ্বাস আমাদের আছে।’