দেশের সময় ওয়েবডেস্কঃ একুশের মহারণে বাকি আসনের প্রার্থী তালিকায় বড়সড় চমক বিজেপি-র। আরও ১৪৮ আসনে প্রার্থী ঘোষণা করা হল। ভোটে লড়ছেন মুকুল রায় । কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়বেন মুকুল রায়। ভোটে লড়ছেন রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যরাও। প্রার্থী তালিকায় থাকছে তারকা চমকও। ভোটে লড়ছেন তনুশ্রী, রুদ্রনীল ঘোষ, পার্নো মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়বেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আসানসোল দক্ষিণে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের বিপরীতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
একনজরে বিজেপি-র প্রার্থিতালিকা—
কৃষ্ণনগর উত্তর- মুকুল রায়
হাবড়া- রাহুল সিনহা
বনগাঁ দক্ষিণ- স্বপন মজুমদার
বীজপুর- শুভ্রাংশু রায়
বিধাননগর- সব্যসাচী দত্ত
শান্তিপুর- জগন্নাথ সরকার
হরিণঘাটা-অসীম সরকার
বরানগর- পার্নো মিত্র
রাজারহাট-গোপালপুর- শমীক ভট্টাচার্য
কালনা- বিশ্বজিৎ কুণ্ডু
দমদম- বিমলশঙ্কর নন্দ
ভবানীপুর- রুদ্রনীল ঘোষ
পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র তিওয়ারি
রানিগঞ্জ- বিজন মুখোপাধ্যায়
জামুড়িয়া- তাপস রায়
আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পাল
ভাটপাড়া- পবন সিং
নোয়াপাড়া- সুনীল সিং
সাগরদিঘি-মাফুজ খাতুন
পানিহাটি- সন্ময় বন্দ্যোপাধ্যায়
কামারহাটি- রাজু বন্দ্যোপাধ্যায়
মন্তেশ্বর- সৈকত পাঁজা
নলহাটি- তাপস যাদব
খড়দা- শীলভদ্র দত্ত
ব্যারাকপুর- চন্দ্রমণি শুক্লা
মন্তেশ্বর- সৈকত পাঁজা
দুর্গাপুর পূর্ব- কর্নেল দীপ্তাংশু চৌদুরী
ইংরেজবাজার- শ্রীরূপা মিত্র চৌধুরী
মানিকতলা- কল্যাণ চৌবে
চৌরঙ্গি- শিখা মিত্র চৌধুরী
জোড়াসাঁকো- মীনাদেবী পুরোহিত
ময়ূরেশ্বর- শ্যামাপদ মণ্ডল
শিলিগুড়ি- শঙ্কর ঘোষ
চাকুলিয়া- শমীক প্রসাদ
নাকাশিপাড়া- শান্তনু দেব
গাজোল- চিন্ময় দেববর্মণ
কান্দি- গৌতম রায়
কৃষ্ণনগর দক্ষিণ- মহাদেব সরকার
ময়নাগুড়ি- কৌশিক রায়
জলপাইগুড়ি- সুজিত সিনহা
রায়গঞ্জ- সুপেন রায়
মাল-মহেশ বাগে
নাগরাকাটা-পুনা ভেংরা
মাটিগাড়া-নকশালবাড়ি- আনন্দময় বর্মন
ফাঁসিদেওয়া- দুর্গা মুর্মু
রানাঘাট উত্তর পশ্চিম- পার্থসারথি চট্টোপাধ্যায়
কৃষ্ণগঞ্জ- আশিস কুমার বিশ্বাস
রানাঘাট উত্তর পূর্ব- অসীম বিশ্বাস
রানাঘাট দক্ষিণ- মুকুটমণি অধিকারী
চাকদা- বঙ্কিম ঘোষ
কল্যাণী- অম্বিকা রায়
রাজারহাট-নিউটাউন- ভাস্কর রায়
মধ্যমগ্রাম- রাজশ্রী রাজবংশী
বারাসত- শঙ্কর চট্টোপাধ্যায়
দেগঙ্গা- দীপিকা চট্টোপাধ্যায়
হাড়োয়া- রাজেন্দ্র সাহা
সন্দেশখালিতে ভাস্কর সরকার।
বসিরহাট দক্ষিণে তারকনাথ ঘোষ।
বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল।
হিঙ্গলগঞ্জে নিমাই দাস।
বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।
পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।