দেশের সময় ওয়েবডেস্কঃ ভারতে পা রাখল মার্কিন ইলেক্ট্রিক গাড়ি উৎপাদন সংস্থা টেসলা। ৮ জানুয়ারি বেঙ্গালুরুতে নথিভুক্ত করল সংস্থার নাম— টেসলা ইন্ডিয়া মোটরস অ্যান্ড এনার্জি। তবে সংস্থা আদতে কী করবে, উৎপাদন নাকি সেলস, তা স্পষ্ট নয়।
এর পরই কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বিষয়টি নিশ্চিত করে টুইট করলেন। লিখলেন, ‘গ্রিন মোবিলিটির উদ্দেশে ভারতের যাত্রাকে নেতৃত্ব দিচ্ছে কর্নাটক। ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা ভারতে কাজ শুরু করবে। বেঙ্গালুরুতে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইউনিটও তৈরি হবে। আমি এলন মাস্ককে ভারত এবং কর্নাটকে স্বাগত জানাই।’
কর্নাটক ছাড়া আরও চার রাজ্যের সঙ্গেও যোগাযোগ রাখছে টেসলা। সেগুলো হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, তামিলনাড়ু। আগামী দিনে এসব রাজ্যেও কারখানা চালু করতে পারে টেসলা। গত বছরেই অবশ্য ভারতে পা রাখার কথা ঘোষণা করেছিলেন এলন মাস্ক। এখন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি।
তবে টেসলার ভারতের বাজারে পা রাখা নিয়ে ঠাট্টা চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, টেসলার উন্নত প্রযুক্তির গাড়ি এদেশে চালানো কি সম্ভব!