ভারত- ৯২/১০ (৩০.৫ ওভার)
নিউজিল্যান্ড- ৯৩/২ (১৪.৪ ওভার)
নিজস্ব প্রতিবেদন, দেশের সময়: প্রথম তিন ম্যাচ দাপটের সঙ্গে জিতে চতুর্থ ম্যাচে লজ্জার হার ভারতের। কিউয়ি বোলিংয়ের সামনে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। একপেশে ম্যাচে ৮ উইকেটে জয় নিউজিল্যান্ডের।
হ্যামিলটনে এ দিন সিরিজের চতুর্থ ম্যাচে ভারত নেমেছিল কিউয়িদের হোয়াইটওয়াশের পথ আরও প্রশস্ত করতে। সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই বুমেরাং হয়ে ফিরল ভারতের ড্রেসিংরুমে। সিরিজ জয় আগেই সম্পূর্ণ হয়েছিল। তাই দলে বেশ কিছু পরিবর্তন করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শামি, বিরাটের জায়গায় সুযোগ দিয়েছিলেন শুভমন গিল, খলিল আহমেদের মত উঠতিদের। ধোনিকেও আজ বিশ্রাম দেওয়া হয়েছিল। ২০০তম ম্যাচ খেলতে নামা তিনবার দু’শো রানের মালিক রোহিত স্বপ্নেও কল্পনা করতে পারেননি, গোটা সিরিজে নিস্প্রভ থাকা ট্রেন্ট বোল্ট আর কলিন ডি গ্র্যাণ্ডহোম দুজনে মিলে ভারতের ব্যাটিংশক্তিকে ৯২ রানে থামিয়ে দেবে।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তারপর শুরু হয় ট্রেন্ট বোল্ট শো। ভারতের ইদানীংকালে এত খারাপ ব্যাটিং প্রদর্শন কখনও হয়নি।
কোনও ভারতীয় ব্যাটসম্যানই কুড়ির গন্ডি পার করতে পারেনি। বোল্টের আগুনে পেসের সামনে একে একে পরাজয় মানলেন রোহিত শর্মা(৭), শিখর ধবন(১৩), শুভমন গিল(৯), কেদার যাদব(১), হার্দিক পান্ড্য(১৬)। আর গ্র্যাণ্ডহোমের শিকার অম্বাতি রায়াডু(০), দীনেশ কার্তিক(০), ভুবনেশ্বর কুমার(১)। টোড অ্যাসলে নিলেন কুলদীপের(১৫) উইকেট, আর জেমস্ নিশাম নিলেন খলিলের(৫) উইকেট। ভারতের হয়ে ‘সর্বাধিক’ রান যুজবেন্দ্র চহালের(১৮*)। বোল্ট পাঁচটা, গ্র্যাণ্ডহোম তিনটে, অ্যাসলে এবং নিশাম একটি করে উইকেট নিয়েছেন।
৯৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট খুইয়ে মাত্র ১৪.৪ ওভারেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। মার্টিন গাপ্টিল(১৪) এবং কেন উইলিয়ামসনকে(১১) সাজঘরে ফিরিয়েছেন ভুবনেশ্বর কুমার। হেনরি নিকোলস্(৩০*) এবং রস টেলর(৩৭*) নিউজিল্যান্ডকে সিরিজে প্রথম জয় এনে দিলেন। ২১২ বল বাকি থাকতে জয় ব্ল্যাকক্যাপসরা।
অনবদ্য বোলিং করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের মাটিতে এটাই সর্বনিম্ন ওয়ান ডে স্কোর (৯২/১০ হ্যামিলটন, ২০১৯*) ভারতের। এর আগে কিউয়িদের দেশে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ১০৮/১০ (ক্রাইস্টচার্চ, ২০০৩)।
সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ আগামী ৩ ফেব্রুয়ারি ওয়েলিংটনে। সিরিজ ৪-১ করার লক্ষ্যে নামবে রোহিত শর্মা অ্যাণ্ড কোং। অন্য দিকে টি-টুয়েন্টি সিরিজের আগে শেষ ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ ৩-২ অবস্থায় শেষ করার চেষ্টায় মরিয়া থাকবে কিউয়িরা। –বিজ্ঞাপণ