লাইভ আপডেট: বিশ্বভারতীকে ঘিরে ঘৃণ্য রাজনীতি চলছে, জামবুনির সভামঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
905

দেশের সময় ওয়েবডেস্কঃ বোলপুরে অমিত শাহের রোড শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল ঘোষণা করে দিয়েছিল কর্মসূচি। সেই মতো মঙ্গলবার বোলপুরের লজের মোড় থেকে শুরু হয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। যে রাস্তায় মিছিল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা সেই পথেই আজ হাঁটলেন মমতা।


হাতে একতারা নিয়ে বীরভুমের রাস্তায় হাঁটছেন মমতা। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছিলেন। তৃণমূলের বক্তব্য, অমিত শাহের মিছিলের থেকে কয়েক গুণ বেশি লোক হয়েছে আজকের কর্মসূচিতে। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, “ওরা তো মুর্শিদাবাদ, বর্ধমান, ঝাড়খণ্ড থেকে লোক এনেছিল। আমাদের দুটো ব্লকের জমায়েতেই তাকে ছাপিয়ে গেছে।”
মিছিল শেষে জামবনিতে সভা করবেন মমতা। সেখান থেকে নেত্রী কী বার্তা দেন এখন সেটাই দেখার।

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সকাল থেকেই বোলপুরের রাস্তায় জমায়েত শুরু করেন তৃণমূল কর্মীরা। বেলা বাড়তেই চোখে পড়েছে জনজোয়ার। 

এই পথেই মাত্র কয়েক দিন আগে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রোড শো-তেও ব্যাপক জনসমাগম হয়েছিল। ফলে মঙ্গলবার মমতার রোড শো কার্যত তার জবাব। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আগেই বলেছেন, আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে মঙ্গলবার মমতার এই রোড শো-তে। অন্য দিকে বহিরাগত তরজাও জমে উঠেছে। অমিত শাহের সভার পর অনুব্রত দাবি করেছিলেন, বাইরে থেকে লোক এনে রোড শো-তে ভিড় বাড়ানো হয়েছে। আবার মমতার রোড শো-র আগে বিজেপি জেলা নেতৃত্বও দাবি করেছেন, বর্ধমান-সহ অন্যান্য জেলাগুলি থেকে লোক এনেছে তৃণমূল। 

লাইভ আপডেট: টাকা দিয়ে কয়েকটা এমএলএ কিনলেই তৃণমূলকে কেনা যায় না 

• সবাই স্বাস্থ্যসাথীর কার্ড করবেন, পরিবার পিছু ৫ লক্ষ টাকা পাবেন 

• বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী 

• বহিরাগত দেখলেই পুলিশে অভিযোগ দায়ের করবেন 

• লোকে চাল, ডাল আলু, পটল কিছুই পাবে না, এমন জায়গায় পৌঁছে দিচ্ছে বিজেপি 

• কৃষকদের সব ফসল নিয়ে পালিয়ে যাবে 

• কৃষকদের আন্দোলন আপনারা থামাতে পারছেন না 

• কৃষকদের একটা আন্দোলন, কৃষকরা বসে আছে আন্দোলনে 

• আপনারা সাবধান থাকবেন, ওরা কিন্তু বহিরাগত 

• গ্রামে গ্রামে গিয়ে মিথ্যে প্রচার করছে, অপপ্রচার করছে 

• এখানে এসে রবীন্দ্রনাথের গান, চিন্তাধারা মনে করলেই চিন্তাধার বড় হয়ে যায় 

• আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা আদর্শ আছে 

• যাঁরা বিশ্বভারতীকে অপমান করছে, তাঁরাই ওঁদের নেতা 

• যাঁরা গাঁধীজিকে খুন করল, তাঁরা আজ ওঁদের নেতা 

• কিন্তু গ্রামের লোকেরা বলছেন, আমাদের জন্য তো দিদি সব করে দিয়েছেন, আপনাকে তো ভোট দেব না 

• পাড়ায় পাড়ায় চলে যাচ্ছে আর বলছে, উন্নয়ন তো হয়নি, মমতা তো কিছু করেনি 

• আপনার গ্রামে দু’জন লোক এসেছে, যাঁরা একটু একটু বাংলা জানে 

• টাকা দিলে নিয়ে নিন, বিজেপিকে ভুলিয়ে দিন 

• নির্বাচন আসবে, টাকা দিতে শুরু করবে 

• আদিবাসীদের ঘরে খাচ্ছে বলে দেখাচ্ছে, কিন্তু খাচ্ছেন ফাইভ স্টারের খাবার 

• বিশ্বভারতীকে ঘিরে ঘৃণ্য রাজনীতির আমদানি করা হয়েছে 

• আমার ভাল লাগে না, যখন দেখি বিশ্বভারতীকে ঘিরে একটা ধর্মান্ধ রাজনীতি চলছে 

• বিশ্বভারতী, শান্তিনিকেতনের অপমান হচ্ছে 

• আসতে আসতে দেখছিলাম মহাত্মা গাঁধীর মূর্তি, তার পরেই রবীন্দ্রনাথের মূর্তি 

• প্রতিবাদের ভাষাকে জোরালো করার জন্য বোলপুরের রাঙামাটির পথে আসা 

• আজ সেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব আজ 

• আমাদের সহকর্মীরা বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি করেছেন গ্রামে গ্রামে 

• শান্তিনিকেতনবাসী ও বোলপুরবাসীকে প্রণাম জানাচ্ছি 

• বীরভূম জেলা ও রাজ্যবাসীকে প্রণাম জানাই 

লাইভ আপডেট:জামবুনির সভায় পৌঁছে গেলেন মমতা বন্দ্য়োপাধ্যায় 

• আর কিছুক্ষণের মধ্যেই জামবুনি মোড়ে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় 

• রাস্তার দু’পাশে প্রচুর মানুষের ভিড়, চলছে শঙ্খধ্বনি, উলুধ্বনি 

• এ ছাড়া রাস্তার ধারের বাড়িগুলির ছাদেও প্রচুর মানুষের ভিড় 

• তবু ভিড় সামলাতে হিমশিম পুলিশকর্মীরা 

• রাস্তার দু’ধারে প্রচুর মানুষের ভিড়, সেই ভিড় আটকাতে দড়ি দিয়ে আটকানো হয়েছে 

• বাইরে থেকে কোনও লোক আনেননি বলে দাবি অনুব্রতর 

• বলেছিলাম আড়াই লক্ষ লোক হবে। সেটা ছাড়িয়ে ৩ লক্ষ হয়ে গিয়েছে, দাবি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের 

• পদযাত্রায় প্রচুর মানুষের সমাগম 

• রাস্তার দু’পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট 

• রয়েছেন বাউল ও লোকশিল্পীরা 

• রোড শোয়ে রয়েছে দু’টি ট্যাবলো 

• একতারা হাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী 

• লজ মোড় থেকে শুরু হয়েছে মমতার পদযাত্রা

Previous articleবিজেপিতেই থাকছেন না তৃণমূলে? নিজের অবস্থান স্পষ্ট করলেন শান্তনু ঠাকুর,আপত্তি নেই বললেন মমতা ঠাকুর
Next article‘অনেকে তো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেও পগার পার’, নন্দীগ্রামে সভা পিছনোয় মমতাকে কটাক্ষ শুভেন্দুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here