বড়দিনে সান্তাক্লজ সেজে শুভেচ্ছা জানিয়েছেন শচীন

0
550

দেশের সময়ওয়েব ডেস্কঃ ২৫ ডিসেম্বর। বড়দিন। এবছর একটু আলাদা। করোনা মহামারীর জেরে সর্বত্রই উৎসবে কাঁটছাট করা হয়েছে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াব্যক্তিত্বরা। 

মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার সান্তাক্লজ সেজে ভিডিও পোস্ট করেছেন। নকল দাড়ি লাগিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। লিখেছেন ‘‌এই দিনটি মানুষের আরও কাছাকাছি আসার দিন। সকলে মিলে সেলিব্রেট করুন। আমাদের আশপাশে থাকা মানুষের পাশে দাঁড়ান, যে কোনও উপায়ে।’‌ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার বান্ধবী জিওর্জিনা এবং চার সন্তানকে নিয়ে ক্রিসমাস ট্রি–র সামনের ছবি পোস্ট করেছেন। সকলের মধ্যে ভালবাসা এবং সুস্থতা বজায় রাখার আবেদন করেছেন তিনি৷

প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং আবার নিজের মা, বাবা এবং ভাই, বোনেদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে এই দিনটি কাটাতে পেরে অন্যরকম অনুভূতি হচ্ছে। সকলে ভাল থাকবেন।’‌ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ আবার সকলকে সাবধানতা বজায় রেখে সেলিব্রেট করার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘‌সেলিব্রেট করুন, কিন্তু সাবধানতা বজায় রেখে।’‌ সুরেশ রায়না সকলকে এই দিনটি উপভোগ করার আর্জি জানিয়েছেন। পাশাপাশি মানবতার প্রতীক হিসেবে এই দিনটিকে বর্ণনা করেছেন।

রোহিত শর্মা রয়েছেন অস্ট্রেলিয়ায়। হোটেলের ঘরে আইসোলেশন পর্ব চলছে তাঁর। সেখান থেকেই স্ত্রী ঋতিকা এবং মেয়ের ছবি পোস্ট করে হিটম্যান লিখেছেন, ‘‌তোমাদের মিস করছি।’‌ ভক্তদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‌মেরি ক্রিসমাস। সকলে আনন্দে থাকুন, ভাল থাকুন।’‌ 

Previous articleইউটিউবে খেলাঘর সাজিয়ে বছরে ২৯.৫ মিলিয়ন ডলার রোজগার করে ৯ বছরের এই খুদে
Next articleকেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে কৃষকদের বঞ্চিত করছে বাংলার সরকার, মমতাকে তীব্র আক্রমণ মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here