অর্থ,শরীর, চাকরি,দাম্পত্য, কেমন যাবে আজকের দিন জানুন রাশিফল অনুযায়ী

0
732

মেষ/ARIES 

পরিবারকে যথাযথ সময় দেওয়ার চেষ্টা করুন। চাকুরীজীবীদের জন্যে দিনটা শুভ। ভ্রমণের প্ল্যান করার জন্যে দিনটা শুভ। বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা। আইনি জটিলতার সম্ভাবনা। প্রবাসী বন্ধুদের সাহায্যলাভের সম্ভবনা। আজ যানবাহন সাবধানে চালান। ব্যবসায়ীদের কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য ভাল থাকবে। 

বৃষ / TAURUS

কর্মস্থলে অশান্তি হতে পারে। তবে পারিবারিক শান্তি বজায় থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রতারণার স্বীকার হতে পারেন। নিজের ব্যক্তিগত ও কর্মজীবনের সামঞ্জস্য বজায় রাখুন। বাজে খরচ করা থেকে বিরত থাকুন। দাম্পত্য বা প্রেমের জীবন ভাল থাকবে।  

মিথুন GEMINI

বেকারদের চাকরী যোগ। বিদেশ যাত্রার সম্ভাবনা। পুলিশ ও সাংবাদিকদের জন্যে দিনটি শুভ। বেশি খরচ হবে না। তাই পুরানো ধার দেনা মিটিয়ে দিন। নেগাটিভ চিন্তা ভাবনা করে এরকম মানুষের থেকে দূরে থাকুন। প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটবে। তবে স্বাস্থ্যের দিকে নজর দিন। সর্দি-কাশি হওয়ার সম্ভবনা। কারও সঙ্গে কোনও বিবাদে জড়াবেন না।

কর্কট CANCER

ব্যবসায় হালকা ক্ষতি হতে পারে তাই সচেতন হন। নিজের কর্মস্থলে আরও একটু বেশি মননিবেশ করুন। পুরানো দেনা মেটাতে নতুন করে ধার নেবেন না। বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে। নিকট বন্ধুর ঠকানোর সম্ভবনা। বিদেশ থেকে শুভ সংবাদ আসতে পারে। রাতে ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

সিংহ LEO

ব্যাবসায় উন্নতি হবে। কর্মক্ষেত্রে মানহানি হতে পারে। শিক্ষাত্রীরা আরও মনযোগ দিন। পারিবারিক জীবন খুব শুভ। ছোট বিনিয়োগে ভাল ফল পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুমধুর হবে। পরিবারের সকলের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হন।

কন্যা VIRGO

বাড়তি খরচ কম করুন। এবিষয়ে ভাবনা চিন্তা করার আজই শ্রেষ্ঠ দিন। নিজের প্রচেষ্টায় কর্মক্ষেত্রে নতুন সাফল্য আসবে। নবদম্পতির জন্যে আজকের দিনটি খুব শুভ। শীতের জন্যে হালকা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রাগ সংযত করুন।

তুলা LIBRA

সৃজনশীল কাজে উন্নতি হবে। শিক্ষায় সাফল্য আসবে। কর্মক্ষেত্রে লাভবান হবেন। এমনকি ব্যাবসায়ও উন্নতি হবে। স্ত্রীকে আরও একটু বেশি সময় দিন। ব্যক্তিগত সম্পর্ক ভাল রাখতে এবিষয়ে মনযোগ দিন। স্বাস্থ্য ভাল থাকবে আজ।

বৃশ্চিক SCORPIO 

নেগেটিভ মানসিকতার লোকজনকে ত্যাগ করুন। মায়ের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দিন। আরও আবেগ দিয়ে না ভেবে বাস্তববাী হন। শিক্ষাত্রীরা গুরুজনদের পরামর্শ নিন। মানসিক চাবে কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা। তাই নিজেকে যতটা সম্ভব উৎসাহী করুন। পারিবারিক সম্পর্ক ভাল থাকবে।

ধনু SAGITTARIUS

সামাজিক  কাজে সুনাম বৃদ্ধির সম্ভবনা। বৈদেশিক যোগ রয়েছে। দূরে ভ্রমণ হতে পারে। ব্যাবসায় ভাল ফল পেতে অভিজ্ঞদের পরামর্শ নিন।আজ আপনি শারীরিক ও মানসিকভাবে উৎসাহী থাকবেন। সুস্থাস্থ্য বজায় থাকবে সারাদিন। ফেলে রাখা কাজ আজই সেরে ফেলুন। দাম্পত্য জীবন খুব সুখকর কাটবে।

মকর CAPRICORN

গুরুত্বপূর্ণ কাজ আজ এড়িয়ে চলাই ভাল। বাকি থাকা অর্থলাভের যোগ। বিদেশ থেকে কোনও অবাঞ্ছিত সংবাদ আসতে পারে। জমি সংক্রান্ত বিনিয়োগ আজকের জন্যে খুব শুভ। দুপুর পর্যন্ত একটি প্রতিকূল পরিস্থিতি থাকলেও এরপর থেকে বাকি দিনটা অনুকূল থাকবে। পার্টনারের সঙ্গে আজই সমস্যা নিয়ে আলোচলা করউন, সমস্যা মিটে যাবে।

কুম্ভ AQUARIUS

নিকট কেউ ছোট খাটো ক্ষতি করতে পারে। আইনি কাজে সফলতা আসবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে। আত্মীয়দের সহায়তা পাবেন। শিক্ষার্থীদের আরও মনযোগ দিতে হবে। দাম্পত্য জীবন আরও সুমধুর করতে সঙ্গীর পছনহ মতো কোনও কাজ করুন। নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকেও নজর দিন। 

মীন PISCES

বৈদেশিক কাজে উন্নতি হবে। পুরানো আইনগত জটিলতা থেকে মুক্তি পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে। সবসময়ে পজিটিভ চিন্তা করুন। ছোট দুর্ঘটনা হতে পারে, তাই সচেতন থাকুন। সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা বারবে। আয় বারানর চেষ্টা করুন। রাগ কমিয়ে এগিয়ে চলুন। তাহলে  কর্মস্থল ও দাম্পত্য জীবনেও সমস্যার সমাধান হবে।

Previous articleভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী: ‘বহিরাগত’ আক্রমণের পালটা জবাব অমিত শাহের
Next article৪০০ বছর পর! আজ শনি-বৃহস্পতির মহামিলন, ভারতের আকাশে কখন-কোন দিকে দেখা যাবে জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here