বুদ্ধদেববাবুকে পড়ে শোনানো হচ্ছে খবরের কাগজ

0
525

দেশের সময় ওয়েবডেস্ক: ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংকট কাটিয়ে উঠে দ্রুত সুস্থ হচ্ছেন তিনি। আজ, সোমবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। ফিজিওথেরাপি চলছে, ওষুধও দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সব রকম মাপকাঠিই স্বাভাবিক আছে।


এই ক’দিন রাইলস টিউবের মাধ্যমে গলা খাবার খেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ হাসপাতাল জানিয়েছে, রবিবার থেকে টিউব খুলে নিজের মুখেই খাবার খাচ্ছেন বুদ্ধদেববাবু। সে খাবার খেয়ে তাঁর কোনও সমস্যা হয়নি শরীরে। অর্থাত শক্ত খাবার চিবিয়ে খেয়ে সহ্য করতে পারছেন তিনি। ফলও খেয়েছেন কিছু পছন্দের।
পাশাপাশি, সুস্থ হয়ে ওঠার পরেই খবরের কাগজ পড়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। নিজে হাতে কাগজ পড়তে না পারলেও, তাঁকে পড়ে শোনানো হয় কিছু হেডলাইন, পড়া হয় খবরগুলি। মন দিয়ে শোনেন তিনি।

এখনও পর্যন্ত শারীরিক সমস্ত মাপকাঠিই স্বাভাবিক রয়েছে বুদ্ধবাবুর। চলছে ফিজিওথেরাপি, যাতে তিনি নড়াচড়া করতে পারেন নিজে। অন্যান্য ওষুধও দেওয়া হচ্ছে। তবে তাঁকে এখনও আংশিক বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে।এ ক্ষেত্রে একটি ফেস মাস্ক বা নেসাল মাস্ক বা হেলমেটের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নিতে সাহায্য করা হয়। তবে এই পদ্ধতিতে তাঁর রক্তে অক্সিজেন স্যাচুরেশন সন্তোষজনক। অর্থাৎ তাঁর ফুসফুস আগের মতোই কাজ করছেন বলে মনে করছেন চিকিৎসকরা।
তাঁর আর কোনও আচ্ছন্ন ভাব নেই। জ্ঞান আছে পুরোপুরি। কথাবার্তা বলছেন সময়ে সময়ে স্বাভাবিক ভাবেই। তাঁর রক্তচাপ, পাল্স এবং মূত্রের পরিমাণে কোনও সমস্যা নেই। ক্যাথিটার ছাড়াও মূত্রত্যাগ করছেন তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রায় ৭৬ বছর বয়স। অ্যাকিউট সিওপিডি রয়েছে তাঁর। দিন চারেক আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান সিপিএম নেতাকে। অক্সিজেন স্যাচুরেশন প্রায় ৬৮ তে নেমে গিয়েছিল। কিন্তু সেই বিপজ্জনক অবস্থা অনেকটা কেটেছে। বুদ্ধদেববাবুর এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৮। এই বয়সের সিওপিডি আক্রান্তদের ক্ষেত্রে যা ভাল বলেই মত চিকিৎসকদের।
ফলে সব ঠিকঠাক চললে বুদ্ধবাবুর বাড়ি ফেরা কেবল সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন ডাক্তাররা।

উডল্যান্ডস সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই বুদ্ধদেব বাড়ি ফেরার জন্য জেদ ধরতে শুরু করেছেন। চিকিৎসকরা বোঝান, আরও অন্তত এক-দু’দিন তাঁর হাসপাতালেই থাকা দরকার। সিপিএমের সাধারণ সম্পাদক, পেশায় চিকিৎসক সূর্যকান্ত মিশ্রও তাঁকে বোঝান, আরও ক’টা দিন তাঁর হাসপাতালে থাকা উচিত। তাতে কিছুটা নরম হলেও যথাসম্ভব তাড়াতাড়ি বাড়ি ফেরার জেদ থেকে সরেননি সিওপিডি-র পুরোনো রোগী, ৭৬ বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত বুধবার মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডসে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে বাইপ্যাপ থেকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়। শুক্রবার অবস্থার উন্নতি হওয়ায় ফের তাঁকে বাইপ্যাপ ভেন্টিলেশনে ফিরিয়ে দেওয়া হয়। এখন বাইপ্যাপ চললেও তা টানা নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফেরার পরেও এই ব্যবস্থা চলবে বলে জানান চিকিৎসকরা।

Previous articleবাংলায় জিতলেই ৭৫ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিজেপির!
Next articleরাজনৈতিক ও প্রশাসনিক- দু’ই কর্মসূচিই নিয়ে আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here