বাংলায় দু’দিনের সফরে ডিসেম্বরের ৮-এ জেপি নড্ডা, ২৪শে আসছেন নরেন্দ্র মোদী

0
644

দেশের সময় ওয়েবডেস্কঃ দু’দিনের সফরে আগামী সপ্তাহে ফের বাংলায় আসছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। ২০২১ বিধানসভা নির্বাচন -এর আগে দলের কাজকর্ম দেখতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি এ রাজ্যে আসছেন।

রাজ্য বিজেপির একটি সূত্রে খবর, ৮ ডিসেম্বর কলকাতায় আসছেন জেপি নড্ডা। দু-দিন শহরে থেকে কলকাতা ছাড়াও হাওড়া ও দুই ২৪ পরগনায় সংগঠনের আগামী নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা ও প্রস্তুতির মূল্যায়ন করবেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গত মাসে জানিয়েছিলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নড্ডা প্রতিমাসে পশ্চিমবঙ্গে আসবেন।

গত অক্টোবরেই একদিনের উত্তরবঙ্গ সফরে এসেছিলেন নড্ডা। শাহ নভেম্বরেই দু-দিনের রাজ্য সফর করে গিয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৪২ আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করে বিজেপি। লোকসভার সেই সাফল্য মাথায় রেখেই বিজেপি বাংলা দখলে মরিয়া। যে কারণে সংগঠন গোছাতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এ রাজ্যে আসছে।

বিগত কয়েক বছরে ধীরে ধীরে শক্তি বেড়েছে বিজেপির। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে। গেরুয়া শিবির আত্মবিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পরাস্ত করে, তাঁরা বাংলা জয় করবেন।

এদিকে, ২৪ ডিসেম্বর পশ্চিবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও সে সফর রাজনৈতিক নয়। মূলত, বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্য সফরে আসছেন তিনি। এর পাশাপাশি আরও দু’ একটি সরকারি কর্মসূচিতে তিনি যোগ দিতে পারেন৷

২৩ ডিসেম্বর বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্বভারতীর তরফে প্রধানমন্ত্রীর দফতরের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া মিলেছে। এ বছর অবশ্য করোনা অতিমারীর জন্য শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করা হবে না। মোদী ঘনিষ্ঠ সূত্রে খবর, এ বারের সফরে তাঁর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। শুধুমাত্র সরকারি কয়েক’টি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী৷

Previous articleবনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তৃণমূলের প্ল্যাটফর্মে এসে মতুয়াদের উন্নয়নে কাজের আহ্বান জানালেন জ্যোতিপ্রিয়
Next articleদিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here