মধ্যরাতেশিয়ালদহে প্রাথমিক চাকরি প্রার্থীদের অবস্থান থেকে তুলল পুলিশ,ফের বড় আন্দোলনের ডাক

0
818

দেশের সময় ওয়েবডেস্কঃ নিয়োগের দাবিতে গত তিন ধরে সল্টলেকের আচার্য সদনের সামনে নিয়োগের দাবিতে অবস্থান করছিলেন প্রাথমিকে চাকরিপ্রার্থীরা। বুধবার গভীর রাতে অবস্থানরতদের তুলে দিল বিধাননগর পুলিশ। অভিযোগ, টেনেহিচঁড়ে তাঁদের বাসে তুলে ছেড়ে দেওয়া হয় শিয়ালদহ স্টেশনে।
তারপর রাত্রিবেলাই শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে পৌঁছে যান একাধিক বাম ছাত্র-যুব নেতা। তাঁরাই জিআরপি-র সঙ্গে কথা বলে রাতটুকু শিয়ালদহ স্টেশনে থাকার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার আরও বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

২০১৪ সালে নোটিফিকেশন হয়েছিল। ২০১৫ সালের অগস্টে পরীক্ষা হয়। পরের বছর অর্থাত্‍ ২০১৬ সালের সেপ্টেম্বরে লিস্ট বেরোয়। কিন্তু নিয়োগ আর হয়নি।
বুধবার দুপুরে চাকরিপ্রার্থীদের একটি প্র্তিনিধি দল দেখা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সদুত্তর না মেলায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

গত কয়েক বছরে একাধিকবার শিক্ষক আন্দোলনে উত্তাল হয়েছে কলকাতার রাস্তা। লাগাতার অনশনও দেখা গিয়েছে। এবার ফের নতুন করে আন্দোলনে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

উল্লেখ্য,দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার থেকে এসএসসি অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করেন একটি সংগঠন ‘আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ’। এর আগে তারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। মিছিলও করেছিলেন। তবে তাঁদের সমস্যার সমাধান হয়নি। তাঁদের তরফে দাবি করা হয়েছে, শিক্ষামন্ত্রী তাদের জানিয়েছেন মামলা চলছে বলে এখন কিছু করা যাচ্ছে না। তবে তাঁদের পাল্টা দাবি, রাজ্য সরকার উদ্যোগ নিলে সংকট কেটে যেত। কিন্তু রাজ্য কোনও ব্যবস্থাই নেয়নি। এতদিন হয়ে গেলেও তাঁদের নিয়োগের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি তাদের অভিযোগ। তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাঁরা চাকরি চান। আন্দোলন করতে তাঁরা চান না। কিন্তু বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

তাঁদের অভিযোগ, বুধবার গভীর রাতে সেখানে পুলিশ যায়। প্রথমে তাঁদের সেখান থেকে সরে যেতে বলা হয়। তবে তাঁরা আপত্তি জানান। তাঁরা সরাসরি জানিয়ে দেন, চাকরির জন্য তাঁরা আন্দোলন শুরু করেছেন। তাঁরা সেখান থেকে সরবেন না। তখন পুলিশ তাঁদের জানায়, ওই এলাকায় ১৪৪ ধারা জারি আছে। তাই সেখানে কোনো রকম জমায়েত করা যাবেনা তখন তারা আপত্তি জানান এরপর পুলিশ জোর করে তাদের গাড়ি পুলিশের গাড়িতে তুলে বলে অভিযোগ টানাহেঁচড়া করে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। সেখান থেকে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় শিয়ালদহ স্টেশন চত্বরে। সেখানে জলকামান রাখা হয়েছিল বলে দাবি করেছেন তারা। 

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পুলিশ দিয়ে সরিয়ে দেওয়ার প্রতিবাদে রাতেই শিয়ালদা স্টেশন চত্বর থেকে মিছিল করেন। যায় বিগ বাজার পর্যন্ত। মৌলালি মোড়ে অবস্থান শুরু করেন। এরপর বৃহস্পতিবার সকালেও তারা মিছিল করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ফের অবস্থানে বসবেন। পুলিশের ঘটনার নিন্দে করেছেন।

Previous articleস্কুল কিংবা কলেজ পাশ করে ব্রিটেনে পড়তে যাবেন কী ভাবে?জানুন
Next articleমমতার খাসতালুকে শুভেন্দুর পোস্টার,দাদার অনুগামীদের মিছিল হলদিয়ায়,কোন পথে শুভেন্দু ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here