ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে, কমলাকে পাশে নিয়ে বাইডেনের ঘোষণা জিততে চলেছি

0
2375

দেশেরসময় ওয়েবডেস্কঃ হোয়াইট হাউসে যাওয়ার পথে ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ কয়েক কদম এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে ঘোষণা করলেন, “আমরাই জিততে চলেছি।”

মোট নটি অঙ্গরাজ্যে এখনও গণনা চলছে। সেগুলি হল পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫), উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)। যদিও পেনসিলভানিয়া ও মিশিগানের ইলেকটোরাল ভোট গণনা শেষ। পেনসিলভানিয়া জেতার পর যতটা ব্যবধান কমিয়েছিলেন ট্রাম্প, মিশিগান জিতে হোয়াইট হাউসের দৌড়ে ফের এগিয়ে গিয়েছেন বাইডেন।

বৃহপতিবার সকাল ৮টা পর্যন্ত ইলেকটোরাল ভোটে বাইডেন পেয়েছেন ২৫৩টি ভোট।ট্রাম্প থমকে রয়েছেন ২১৪টিতে৷ম্যাজিক ফিগার২৭০।

সিএনএন-এর তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এখনও পর্যন্ত ২২৭ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৩টি। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জিততে গেলে পেতে হবে ২৭০টিভোট।


পপুলার ভোটে বড় মার্জিনে এগিয়ে বাইডেন। তাঁর প্রাপ্ত ভোট ৬ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৬৮১। আর ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৮৯ ভোট। গত বারও হিলারি ক্লিন্টনের থেকে ৩০ লক্ষ পপুলার ভোট কম পেয়েছিলেন ট্রাম্প।

পেনসিলভেনিয়ায় প্রায় ৮২ শতাংশ ভোট গণনা হয়ে গিয়েছে। তাতে ৫৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। মিশিগানের দখল বাইডেনের। নর্থ ক্যারোলাইনায় প্রায় ৯৫ শতাংশ ভোট গণনায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ফলে সেখানকার সব ইলেকটোরাল ভোট তাঁর দিকে। জর্জিয়াতেও ট্রাম্প এগিয়ে। অ্যারিজোনায় প্রায় ৮৬ শতাংশ ভোট গণনায় ৫১.৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে বাইডেন।


ওয়েলমিংটনে বাইডেন সাংবাদিক বৈঠক করেন ভারতীয় সময় গভীর রাতে। সেখানে তিনি বলেন, “জিতে গেছি এই ঘোষণা করতে আসিনি। ট্রেন্ড যা তাতে আমরাই জিততে চলেছি। গণনার শেষে আমরাই জিতব।”

আমেরিকায় মোট ৫৩৮টি ইলেক্টরাল কলেজের ভোট। জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ভোট।

এক নজরে আপডেট: 

• ১১ ইলেক্টরাল ভোট অ্যারিজোনায়। জিতলেন ডেমোক্র্যাটরা।  

• বড় জয় পেলেন ট্রাম্প। ৩৮ ভোটের টেক্সাসে জিতলেন রিপাবলিকানরা। 

• ৩টি ইলেক্টরাল ভোট আইওয়াতে। সেখানে জিতলেন রিপাবলিকানরা। 

• মিনেসোটাতেও জিতলেন ডেমোক্র্যাটরা। এখানে ১০টি ইলেক্টরাল ভোট 

• হাওয়াইয়ে জয় পেলেন বাইডেন। হাওয়াইয়ে রয়েছে ৪টি ইলেক্টরাল ভোট

Previous articleচাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, দিনের শুরুটা কেমন দেখুন রাশিফল:
Next articleছবির লড়াই:Photo fight/Editor’s Choice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here