‘আমি হনুমানের মতো, বুক চিরে শুধু মোদীজিকেই দেখা যাবে’, চিরাগ

0
422

দেশের সময় ওয়েবডেস্কঃ বিজেপি ভাল, নীতীশ কুমার খারাপ!বিহার ভোটে চিরাগ পাসোয়ান এমনই অদ্ভুত অবস্থান নিয়ে যখন পুরোদস্তুর ধন্দ তৈরি করতে নেমে পড়েছেন, তখন হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য বিজেপি। বলেছিল, আমাদের কোনও ‘বি’ বা ‘সি’ টিম নেই। এনডিএ একটাই এবং অখণ্ড। শুধু এ কথা বলেই থেমে থাকেননি বিজেপি নেতারা, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি যাতে প্রচারে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার না করে সে ব্যাপারেও সতর্ক করেছিলেন।

শুক্রবার তারই জবাব দিতে চাইলেন সদ্য প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। রাজনীতিতে আসার আগে ফিল্মে হিরো হওয়ার চেষ্টা করেছিলেন চিরাগ। একটা সিনেমা প্রযোজনা করে তাতে নায়কও হয়েছিলেন। এ দিন কিছুটা নাটকীয়ভাবেই তিনি বলেন, “প্রচারে নরেন্দ্র মোদীর ছবি আমার লাগবে না। নরেন্দ্র মোদী আমার হৃদয়ে বিরাজমান। আমি হনুমানের মতো। আমার বুক চিরে শুধু মোদীজিকেই দেখা যাবে”। তাঁর কথায়, মোদীজির ছবি নীতীশ কুমারের প্রয়োজন। উনি নিরাপত্তার অভাব বোধ করছেন।

দীর্ঘ অসুস্থতার পর গত সপ্তাহে মৃত্যু হয়েছে রামবিলাস পাসোয়ানের। এ দিন বারে বারেই বাবার কথা টেনে আনেন চিরাগ। বলেন, নীতীশ কুমার আমার বাবাকে শেষ শ্রদ্ধাটুকু ভালো করে জানাননি। বাবার মরদেহ দিল্লি থেকে পাটনায় আনার পর বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে আমি ওঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। কিন্তু কোনও সাড়া দেননি। আমাকে বা আমার মাকে সহানুভূতি জানিয়ে দুটো কথা বলেননি। ওনার এটুকুও শিষ্টাচার নেই দেখে আমি স্তম্ভিত। অথচ বাবার মৃত্যুর খবর শুনেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। পরের দিন এসেওছিলেন। ওঁর কথা আমাকে সাহস, ভরসা জুগিয়েছে।

এখানে না থেমে চিরাগ বলেন, এর পরেও দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু সহানুভূতি দূর, ওঁর কোনও হেলদোল নেই।

চিরাগের এ সব কথায় সামগ্রিক ভাবে এনডিএ-র ক্ষতি হচ্ছে বলে বিজেপির একাংশের আশঙ্কা। তা ছাড়া চিরাগ যে বিজেপি প্রেম দেখাচ্ছে তাও নীতীশ-বিজেপি সম্পর্কে বিভ্রান্তি তৈরি করছে বলেও মনে করছেন গেরুয়া শিবিরের অনেকে। বস্তুত সেই কারণেই এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, চিরাগ যে ধন্দ তৈরি করতে চাইছে তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু বিজেপি ও নীতীশ কুমারের সম্পর্ক অটুট। লোক জনশক্তি পার্টি কেবলই ভোট কাটুয়া হয়ে থেকে যাবে।

বস্তুত, বিহার তথা জাতীয় রাজনীতিতে অনেকের ধারণা হল চিরাগ-বিজেপি আঁতাত রয়েছে। তাঁরা আলোচনা করেই ঠিক করেছে লোজপা কেবল জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থী দেবে। যাতে ভোটের পর বিজেপির আসন সংখ্যা বেশি থাকে।

কিন্তু বিজেপি নেতৃত্ব এখন সেই ধারণা কাটাতে সক্রিয়। উল্টে সুশীল মোদীরা বলছেন, রামবিলাসের মৃত্যুর পর চিরাগ মোদী মন্ত্রিসভায় মন্ত্রী হতে চায়। তাই বিজেপির প্রতি প্রেম দেখাচ্ছে। কিন্তু নীতীশের বিরুদ্ধে কটূকথা বন্ধ না করলে বিজেপিকেও চিরাগ সম্পর্কে ভেবে সিদ্ধান্ত নিতে হবে।

Previous articleকোন এজেন্সি নয়, সরকারই চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগ করবে,ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleদিলীপ ঘোষ করোনা আক্রান্ত, ভর্তি হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here