দেশেরসময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার নবান্ন সভাগৃহ থেকে ভার্চুয়ালি সারা রাজ্যের একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর ২৪পরগনা,হুগলি, পুরুলিয়া সহ ১২টি জেলার মোট ১১০টি পুজো প্যান্ডেলের উদ্বোধন শাঁখ বাজিয়েই করেন তিনি।
তারপর আরতি করেন। মহামারীর মধ্যে হওয়া পুজোর সময় রাজ্যবাসীকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের মতো কোভিড বিধি মানতে পরামর্শ দেন মমতা। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যখন পুজো উদ্বোন করেন ভার্চুয়ালি, তখন নবান্ন সভাগৃহের স্ক্রিনে ভেসে ওঠে ১১০টি পুজো কমিটির ছবি।
উত্তর ২৪ পরগনার বনগাঁর শিমুলতলা আয়রনগেট স্পোর্টিং ক্লাব এবং তালতলা স্পোর্টিং ক্লাবের মন্ডপ ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা৷ বনগাঁ পুর প্রশাসক শঙ্কর আঢ্য জানান মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবছর বিধি মেনে পুজোর আয়োজন করা হয়েছে, সমস্ত রকম ব্যাবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন, বনগাঁবাসী যাতে পুজোর দিন গুলিতে আনন্দে কাটাতে পারেন তার জন্য পুরসভা সর্বদা তাঁদের পাশে থাকার জন্য প্রস্তুত ।
বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারাও ওই সময়ই মন্ডপে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন। নিজে শাঁখ বাজানোর সময় পুজো কমিটিগুলিতে উপস্থিত মহিলাদেরও শঙ্খধ্বনির জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী।এদিন শহরের আরও কয়েকটি পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়,তার মধ্যে উল্লেখ যোগ্য একুশ পল্লী, বোস পুকুর ছবি রইল নীচে।
এদিন প্রতিটি মন্ডপে শাঁখ বাজান সেখানে উপস্থিত মহিলারা।