দেশের সময়ওয়েবডেস্কঃ ৭২ বছরের প্রবীণ, বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা পাটনার সাহিব থেকে নির্বাচিত হয়েছিলেন। এই বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিন্হা, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছিলেন৷ মঞ্চে বলতে উঠে মোদির রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। তাই শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এবার শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিজেপি। সূত্রের খবর দলের একাংশ শত্রুঘ্নর এই সরকার বিরোধী বক্তব্যে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে। শত্রুঘ্ন মোদির নামে অকারণে কুৎসা রটাচ্ছেন। এই নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে। অমিত শাহ সক্রিয় ভাবে কাজ শুরু করলেই বিষয়টি নিয়ে তাঁরা বৈঠকে বসবেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে বিরোধী শিবিরের মঞ্চে দাঁড়িয়ে দলবিরোধী কথা বলায় শত্রুঘ্ন সিন্হাকে শোকজ করতে পারেন মোদি। অর্থাৎ বহিষ্কারের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। শুধু অমিত শাহের অপেক্ষা। তিনি সিলমোহর দিলেই কোপ পড়বে শত্রুঘ্নর। সূত্রের খবর তৃণমূলের ব্রিগেডে যোগ দিয়ে মহাজোটে সামিল হওয়ার বার্তাই দিয়েছেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিন্হা এমনই মনে করছেন রাজনৈতিক মহল৷