দেশের সময় ওয়েবডেস্ক: মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজিকে। হাসপাতালে ভর্তির পরেই চিকিৎসকরা জানান, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে তাঁর। এই মুহূর্তে অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই মাথা ব্যথা হচ্ছিল নির্মল মাজির। বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি। তার মধ্যেই বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠতে গিয়ে মাথা ঘুরে যায় তাঁর। এরপরেই পরিবারের পরামর্শে এসএসকেএম হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকরা তাঁর সিটি স্ক্যান করেন। তাতেই বোঝা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে নির্মলবাবুর। চিকিৎসকরা জানিয়েছেন, মেডিক্যাল পরিভাষায় এই রোগের নাম হল সাবডুয়াল হেমাটোমা।
নির্মল মাজির পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই তাঁর শরীর অসুস্থ ছিল। বিশেষ করে মাথায় যন্ত্রণা হচ্ছিল। কিন্তু পরিবারের কথায় কান না দিয়ে ওই অবস্থাতেই কলকাতা মেডিক্যাল কলেজে করোনা চিকিৎসার তদারকি করছিলেন তিনি। তাতে সমস্যা আরও বেড়ে যায়। অবশেষে এদিন প্রায় জোর করেই তাঁকে হাসপাতালে পাঠান পরিবারের সদস্যরা।
সিটি স্ক্যানের পরেই এসএসকেএমের মধ্যেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। নির্মলবাবুর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। তাঁরা ভাল করে পর্যবেক্ষণ করে জানান, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে শ্রম প্রতিমন্ত্রীর। নইলে মস্তিষ্কের রক্তক্ষরণ বেড়ে সমস্যা আরও বাড়তে পারে।
সূত্রের খবর, ইতিমধ্যেই অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে নির্মল মাজির। চিকিৎসকেরা জানিয়েছেন, এই মুহূর্তে জ্ঞান রয়েছে তাঁর। অবস্থা স্থিতিশীল। বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে তাঁর। তবে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে চান তাঁরা। আগামী এক-দু’দিনের মধ্যেই তা হতে পারে বলে খবর। এই মুহূর্তে এসএসকেএমেই রয়েছে তাঁর পরিবারের সদস্য ও অনুগামীরা।