দেশের সময় ওয়েব ডেস্ক: একসঙ্গে ২৫ স্কুলে শিক্ষকতা করেছেন উত্তরপ্রদেশের এক শিক্ষিকা। গত এক বছরে বেতন বাবদ পেয়েছেন প্রায় ১ কোটি টাকা। এই তথ্য নজরে আসতেই টনক নড়েছে উত্তরপ্রদেশ রাজ্য শিক্ষা সংসদের।
অনামিকা শুক্লা পড়ান কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে। রাজ্য শিক্ষা দপ্তরের অন্তর্গত এই স্কুল ছাড়াও আরও একাধিক স্কুলে তিনি গত এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন। রোজগার করেছেন প্রায় ১ কোটি টাকা। শিক্ষিকার সম্পর্কে খোঁজখবর নিতে গিয়েই এই তথ্য উঠে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শিক্ষা দপ্তর জানতে পেরেছে, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় ছাড়াও অন্তত উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা অন্তত ২৫টি স্কুলে শিক্ষকতা করেন ওই শিক্ষিকা। জানা গেছে আমেঠি, আম্বেদকরনগর, রায়বরেলি, প্রয়াগরাজ, আলিগড়ের একাধিক স্কুলে পড়ান ওই শিক্ষিকা। তথ্যে উঠে এসেছে, এভাবে ২৫টি স্কুলে পড়িয়ে এই বছরের ফেব্রুয়ারি অবধি প্রায় ১ কোটি টাকা আয় করেছেন তিনি।
গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শিক্ষিকার বেতন আটকে দেওয়া হয়েছে। ওই শিক্ষিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ করা হচ্ছে। নোটিশও পাঠানো হয়েছে ওই শিক্ষিকাকে। কিন্তু কোনও জবাব আসেনি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।